শিল্পকর্মের সম্ভার একটি রাস্তাতেই, প্রথম ‘আর্ট স্ট্রিট’ পেতে চলেছে কলকাতা

রাস্তার একধারে বসে আছেন শিল্পীরা। কেউ ছবি আঁকছেন, কেউ বা একমনে বাজিয়ে যাচ্ছেন ভায়োলিন। বিদেশে এমন দৃশ্যের সাক্ষী থেকেছেন অনেকেই। কিন্তু এটাই যদি দেখা যায় খাস কলকাতায়? অলীক নয়, সব ঠিক থাকলে এমনই ‘আর্ট স্ট্রিট’ পেতে চলেছে এই শহর।

হিডকো’র উদ্যোগে ইকো পার্কের ১ নং গেটের রাস্তায় এই নতুন আর্ট স্ট্রিটটি তৈরি করা হচ্ছে। শিল্পীরা এখানেই তাঁদের শিল্পকর্ম প্রদর্শন করতে পারবেন। হিডকো’র তরফে জানানো হচ্ছে, সপ্তাহের শেষে প্রতি শনি ও রবিবার এই আয়োজনটি করা হবে। ইকো পার্ক খোলার পরই শিল্পীরা এখানে বসতে পারবেন। আপাতত টোকেন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। দুটি জোনে এই পুরো ব্যাপারটিকে ভাগ করা হবে। সব ঠিক থাকলে, সামনের মাস থেকেই এই আর্ট স্ট্রিট শুরু হয়ে যাবে।

সমস্ত শিল্পীরা এক জায়গায় বসে মন দিয়ে সৃষ্টি করে চলেছেন। যারা যাতায়াত করছেন, তাঁরা সবাই সাক্ষী থাকছেন তার। এমন দৃশ্য এখানেও সম্ভব। কথায় বলে, পশ্চিমবঙ্গ হল শিল্প-সাহিত্যের আঁতুড়ঘর। বিদেশের মতো ‘আর্ট কর্নার’ বা ‘আর্ট স্ট্রিট’ যদি এখানেও হয়, তাহলেই ষোলকলা পূর্ণ।

ছবি প্রতীকী