কলকাতায় মারাদোনা-স্মরণে বিশ্বমানের মিউজিয়াম? ইঙ্গিত ববি চেমানুরের

ভারত থেকে বারবার ডাক এসেছিল তাঁর। কোনোবারই ফেরাননি তিনি। দিয়েগো মারাদোনা। কয়েক হাজার মাইল দূর দেশের নাগরিক হয়েও ভারতীয়দের কাছে ফুটবল আইকন হয়েই থেকে গেছেন তিনি। এবার তাঁর স্মরণেই তৈরি হতে চলেছে সম্পূর্ণ একটি বিশ্বমানের মিউজিয়াম। নেপথ্যে ববি চেমানুর। উল্লেখ্য, এই মিউজিয়াম তৈরি হতে পারে কলকাতাতেও।

বছর আষ্টেক আগে কেরলে ববি চেমানুর গ্রুপেরই একটি জুয়েলার্স শোরুমে উদ্বোধন করতে এসেছিলেন মারাদোনা। ছিলেন কেরলেরই একটি হোটেলে। সেই হোটেলেরই যে ঘরে তিনি কাটিয়ে গিয়েছিলেন দু’রাত, সেখানে সম্প্রতি তৈরি হয়েছে একটি মিউজিয়াম। মারাদোনার ব্যবহৃত সমস্ত সামগ্রীকেই সংরক্ষণ করা হচ্ছে সেখানে। তবে সম্পূর্ণ একটি মিউজিয়ামের উদ্যোগ এই প্রথম। বন্ধুস্থানীয় মারাদোনাকে শ্রদ্ধা জানিয়েই তাঁর এই উদ্যোগ বলে জানান ববি চেমানুর। ২০০৮ সাল থেকে তাঁর গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও মারাদোনাই।

মারাদোনার হ্যান্ড অফ গডের আদলে একটি সম্পূর্ণ সোনার মূর্তি থাকবে এই মিউজিয়ামে। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ববি চেমানুর। ২০১২ সালে মারাদোনার কেরালা-সফরের আগে তাঁরই একটি সোনার ছোট মূর্তি তাঁকে উপহার দিয়েছিলেন চেমানুর। তবে আক্ষেপ ছিল পূর্ণ দৈর্ঘ্যের একটি মূর্তি-নির্মাণ করতে না পারায়। এবার সেই জায়গাটাই পূরণ করতে চলেছেন তিনি। সেইসঙ্গে মারাদোনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনাকেও তুলে ধরা থাকবে মিউজিয়ামে। থাকবে মারাদোনার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও নানান তথ্য।

কেরালা ছাড়া ভারতে আরও দু’বার পা রেখেছিলেন মারাদোনা। এসেছিলেন মহানগরী কলকাতায়। কলকাতার ফুটবল মাদকতার কথা মাথায় রেখেই মিউজিয়াম নির্মাণের জায়গা হিসাবে দক্ষিণের কোনো শহর কিংবা কলকাতাকেই প্রাথমিকভাবে বেছে রেখেছেন ববি চেমানুর। তবে এখনও অবধি নিশ্চিত হয়নি কিছুই। কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে সেই তথ্য। ববি থমাসের তত্ত্বাবধানে নির্মিত হতে চলেছে এই মিউজিয়াম...

Powered by Froala Editor

Latest News See More