মাত্র ৬ টাকায় পেট পুরে ভাত-ডাল-তরকারি, কলকাতা আছে কলকাতাতেই

এখনকার দিনে ছয় টাকায় আপনি কী কী পেতে পারেন? উত্তরটা দেওয়ার আগে বেশ অনেকক্ষণ ধরে মাথা চুলকোনো ছাড়া উপায় নেই। আচ্ছা, এই ছয় টাকাতে কী খেতে পারবেন? চায়ের কথা হয়ত সবার আগে মাথায় আসবে, কিন্তু পেট ভরা খাবারের জন্য এই মূলধন অনেকটা কম। আজকাল তো দশ টাকায় ফুচকার পরিমাণও কমিয়ে দিয়েছে। কিন্তু কলকাতায় এই ছয় টাকাতেই লোকজন পেট পুরে খাচ্ছে ভাত-ডাল-তরকারি। অবিশ্বাস্য মনে হচ্ছে কি?

মনে হলেও, এটাই সত্যি। আপনার অবস্থা যেমনই হোক, কম টাকা আছে বলে হয়তো পেট পুরে খাওয়ার ভাবনাটা ফেলে দিতে হচ্ছে। কিন্তু ‘ফুড ফর অল’ তাদের প্রত্যেকের সহায় হয়ে দাঁড়িয়েছে। মাত্র ছয় টাকাতেই এদের স্টলে পাওয়া যাবে ভাত, ডাল, সবজি, আচার। সপ্তাহে দুটো দিন, মঙ্গল ও শনিবার পাওয়া যাবে খিচুড়ি। সব ক্ষেত্রে মোদ্দা ব্যাপারটা একই, ছয় টাকা।

কলকাতার গড়চা গুরুদ্বারা থেকে তৈরি হয় এই সমস্ত খাবার। হিসেব অনুযায়ী, ভাতই তৈরি হয় রোজ প্রায় ১৫০ কিলো! আর এই বিপুল খাবার ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়। এখনও অবধি ১০-১২টা স্টল আছে ‘ফুড ফর অল’-এর। যার একটা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের একদম উল্টোদিকেই। যেতে আসতে, বা কাজের ফাঁকে খানিক বিশ্রাম নিয়ে স্বল্প টাকায় এই খাবার খেতে ভিড় লাগান অনেক মানুষই। টিকিট কেটে নিলেই, ব্যস! ছয় টাকার পেট পুজোর উপাদান আপনার সামনে হাজির।