বিশ্বের সেরা ১০০ বিজ্ঞান শহরের তালিকায় স্থান কলকাতার

কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের তালিকা। সেই তালিকা জুড়ে বাঙালির জয়জয়কার। তার দু’দিনের মধ্যেই বিজ্ঞানের ক্ষেত্রে আবারও এক পালক জুড়ল বাংলার মুকুটে। বিশ্বের সেরা ১০০ বিজ্ঞান শহরের তালিকায় জায়গা করে নিল কলকাতা।

সোমবার নেচার ইনডেক্স র‍্যাঙ্কিং থেকে প্রকাশিত হয় এই তালিকা। গবেষণার খাতে খরচ, শহরের গবেষণা প্রতিষ্ঠানগুলির সফলতা ও একাগ্রতা, বিজ্ঞান প্রতিষ্ঠানগুলির, পরিকাঠামো ও অধ্যাপনার মানের ওপরে নির্ভর করেই বিবেচ্য হয় সেরা বিজ্ঞান শহরের নাম। দেখা হয় বৈদেশিক বৈজ্ঞানিকদের কতটা আকৃষ্ট করতে পারছে কোনো শহর। সারা বিশ্বজুড়ে প্রকাশিত মোট ৮২টি সেরা জার্নালের ফলাফলের ভিত্তিতেই ৫৮ জন বিশেষজ্ঞ বেছে নিয়েছেন প্রথম ১০০টি শহরের নাম। তথ্য যাচাই করেছেন পৃথিবীর আরও ৬ হাজার বিজ্ঞানী।

গত বছর এই তালিকাতেই কলকাতার স্থান ছিল ১২১। সেখান থেকে অনেকটা এগিয়েই এবার ৯৯তম স্থানাধিকার করেছে তিলোত্তমা। কলকাতা ছাড়াও ভারতের শহর হিসাবে বেঙ্গালুরু রয়েছে ৯৭ তম স্থানে। তবে মুম্বাই (১৩২) এবং দিল্লি (১৬৩) দুই শহরই গত বছরের থেকে পিছিয়ে গেছে খানিকটা। পুনে গত বছরে ১৬৯তম শহর হলেও, এ বছরে জায়গা পায়নি প্রথম ২০০-এর মধ্যে। তালিকার শীর্ষে রয়েছে বেজিং, নিউ ইয়র্ক, বস্টন, সান ফ্রানসিস্কোর মতো শহরের নাম।

মহামারীর মধ্যেই শহরের যাপনচিত্রকে অব্যাহত রাখতেই বার বার প্রযুক্তির শরণাপন্ন হয়েছে কলকাতা। কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম থেকে শুরু করে যানবাহন পরিষেবাতেও টেকনোলজির হাত ধরেছে শহর। আর দৈনন্দিনে বিজ্ঞানের এই নিবিড় যোগও যেন ফিরিয়ে দিল তার প্রতিদান। এক সপ্তাহের মধ্যেই পর পর দুই বড় সাফল্য খুশি কলকাতাবাসীও। সেরা বিজ্ঞান শহরের সম্মান পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইট করে শুভেচ্ছা জানান তিলোত্তমা কলকাতাকে।  

Powered by Froala Editor