কেরলে চালু হল সৌরশক্তি চালিত টয় ট্রেন, ভারতে এই প্রথম

মাত্র বছর দেড়েক আগের কথা। ২০১৯ সালের অগস্ট মাসে যুক্তরাজ্য প্রথম পথ দেখিয়েছিল দূষণমুক্ত রেল পরিবহনের। গড়িয়েছিল পৃথিবীর প্রথম সৌরশক্তি চালিত ট্রেনের চাকা। তারপর অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনাতেও নেওয়া হয়েছিল একই ধরণের উদ্যোগ। তবে পিছিয়ে রইল না ভারতও। সোমবার দেশের সর্বপ্রথম সৌরশক্তি চালিত প্রথম মিনিয়েচার ট্রেন চালু হল কেরলে। উদ্বোধন করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিয়াজন।

কেরলের রাজধানী তিরুবন্তপুরমে আন্তর্জাতিক মাণের একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলাই লক্ষ্য ছিল কেরল সরকারের। সব মিলিয়ে ৬০ কোটি টাকার সেই প্রোজেক্টের মধ্যেই অন্তর্গত ছিল এই সোলার টয় ট্রেনের প্রকল্প। আড়াই কিলোমিটার দীর্ঘ রেল লাইন এবং সৌররেল প্রকল্পের জন্য খরচ হয়েছে ১০ কোটি টাকা। বিশেষ করে শিশু এবং কিশোরদের আকর্ষিত করতেই এই টয় ট্রেন চালু হল কেরলে।

তবে পর্যটন কেন্দ্র বলা ভুল হবে। তিরুবন্তপুরমের উপকণ্ঠেই গড়ে উঠেছে এই পর্যটন গ্রাম ‘ভেলি ট্যুরিস্ট ভিলেজ’। পুরোপুরি পরিবেশ-বান্ধব এই গ্রামে টয় ট্রেন এবং মনোরম দৃশ্যের পাশেই রয়েছে একটি আর্বান পার্ক, আর্ট গ্যালারি, আর্ট ক্যাফে, কনভেনশন সেন্টার এবং সুইমিং পুল। সেইসঙ্গে এই গ্রামে অবস্থিত ভেলি লেকের সঙ্গে এসে মিশেছে আরব সাগর। সেও এক অতিপ্রাকৃতিক দৃশ্য যেন।

আড়াই কিলোমিটারের ছোট্ট রেলপথ হলেও তার মধ্যে রয়েছে স্টেশন, টিকিট কাটার আলাদা অফিস। কৃত্রিম টানেলের মধ্যে দিয়ে গেছে রেল লাইনটি। আর এই সবকিছুই চালিত হবে সৌরশক্তিতে। গোটা প্রকল্পে উৎপাদিত বাড়তি সৌরবিদ্যুৎ কেরলের স্টেট ইলেকট্রিসির গ্রিডে সরবরাহ করা হবে। ট্রেনটিতে রয়েছে তিনটি বগি। একসঙ্গে জায়গা হবে ৪৫ জন যাত্রীর। সৌরশক্তি চালিত হলেও প্রথাগত ডিজেল ট্রেনের অনুভূতি যাতে অক্ষুণ্ণ থাকে যাত্রীদের, সেকথা ভেবে ব্যবস্থা রাখা হয়েছে কৃত্রিম পরিবেশবান্ধব বাষ্প নির্গমনের। 

সব মিলিয়ে গোটা প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল ১২০ কোটি টাকা। যার মধ্যে ৬০ কোটি টাকার কাজ হয়েছে এখনও পর্যন্ত। বাকি অর্থ দিয়ে পরবর্তীকালে আরও খানিকটা বাড়ানো হবে রেললাইনের দৈর্ঘ্য, সাজানো হবে গোটা পর্যটন গ্রামটিকে। জানা যাচ্ছে এমনটাই। 

আগামী জানুয়ারি থেকেই পর্যটকদের জন্য খুলে যাবে এই পর্যটন কেন্দ্র তথা গ্রাম। তবে কেরলের এই মিনিয়েচার সোলার রেলের পরিকাঠামোই যেন ইঙ্গিত দিচ্ছে ভারতীয় রেলেও দ্রুতই আসতে চলেছে সৌরচালিত ইঞ্জিন। প্রযুক্তিগত উন্নতির সেই দিগন্তের দিকেই পা বাড়াল যেন ভারত...

আরও পড়ুন
সৌরশক্তিকে বিদ্যুতে বদলে দেবে পাতা, নয়া আবিষ্কার বিজ্ঞানীদের

Powered by Froala Editor