চন্দ্রযান-২ নিয়ে আশঙ্কা কাটেনি, এর মধ্যেই বেতন কমল ইসরোর বিজ্ঞানীদের

চন্দযান-২ অভিযান সফল হওয়ার আগেই ইসরোর বিজ্ঞানীদের জন্য আরও একটি খারাপ খবর প্রকাশ্যে এল৷ গত জুলাই মাস থেকে কমে গেছে তাঁদের বেতনের অনেকটা অংশ। চন্দ্রযান নিরুদ্দেশ হওয়ার আগে থেকেই বেতন কমার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন তাঁরা।

১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট মহাকাশ বিজ্ঞানীদের উৎসাহ দিতে বিভিন্ন পে-স্কেল প্রদান করেছিল, যাতে তাঁদের বেতন বাড়ে। অথচ গত ১২ জুন বর্তমান সরকার প্রত্যাহার করে সেই পে-স্কেল। ১৫ জুলাই চন্দ্রযান-২ এর রওয়ানা দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত উৎক্ষেপণ হয় বাইশে জুলাই।কিন্তু জুলাইয়ের ১ তারিখ থেকেই ইসরোর বিজ্ঞানীরা দশ হাজার টাকা করে মাইনে কম পেতে শুরু করেন।

ইসরোর চেয়ারম্যান কে শিবান সহ অনান্য বিজ্ঞানীরা সরকারি এই আদেশ তুলে নেওয়ার জন্য পিটিশন জমা করেন। তাঁরা বলেন যে, বিজ্ঞানচর্চা-ই তাঁদের রোজগার এবং সংসার চালানোর একমাত্র রাস্তা।

স্পেস ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের রাজ্যপাল এ মনিরামণ জানান যে, এর ফলে বিজ্ঞানীরা আর কাজ করতে কতটা ইচ্ছুক হবেন সেটা চিন্তার বিষয়।

অবশ্য ইনসেনটিভ স্কিম অনুযায়ী, ১৯৯৬ সালের এই সিদ্ধান্তের বদল হলেও বিজ্ঞানীদের ইনক্রিমেন্ট একই থাকবে।