সাত হাজার বৃক্ষরোপণ মুম্বাই-এ, অন্ধকার কাটিয়ে উঠছে বাণিজ্যনগরী?

সম্প্রতি মুম্বাইয়ের অ্যারে কলোনিতে ২১৩৪টি গাছ কাটার ঘটনায় বিরোধিতা করেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। এর বিরুদ্ধে দীর্ঘ মানবশৃঙ্খল গড়ে তোলা হয়েছিল, যা পরিবেশ রক্ষার্থে এ-দেশে বিরল। একটি মাধ্যমের তথ্য অনুযায়ী, গত চল্লিশ বছরে মুম্বাই ৬০ শতাংশ উদ্ভিদ হারিয়েছে। কমেছে শহরে জলের পরিমাণও। কিন্তু এতকিছুর মধ্যেও মুম্বাইবাসীর জন্য আশার আলো দেখা গেল সম্প্রতি, সাত হাজার বৃক্ষরোপণের উদ্যোগে।

'গ্রিন যাত্রা' নামক একটি এনজিও সম্প্রতি এ উদ্যোগ নিয়েছে। শেষ আট মাসে এই বিশাল সংখ্যক গাছের রোপণ করে একরকম অসাধ্যসাধন করেছে এরা। বাণিজ্যনগরীর আর্বান অঞ্চলে গড়ে উঠেছে একটুকরো বনাঞ্চল। জাপানের মিয়াজাকি পদ্ধতিকে অনুসরণ করে শহরাঞ্চলে এরূপ সবুজায়নের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

'গ্রিন যাত্রা'র এই উদ্যোগকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বিভিন্ন সামাজিক কর্পোরেট সংস্থা, এমনকি একক ব্যক্তিরাও। 'সবুজ দেওয়াল' নামে পরিচিত এই অঞ্চলে আরও বেশ কয়েক হাজার চারা গাছ জন্মাতে পারে বলে ধারণা উদ্যোক্তাদের। প্রত্যেকটি চারাগাছের গা থেকে প্লাস্টিকের আবরণ খুলে নিয়ে নতুন জায়গায় এদের স্থানান্তরিত করা হয়েছে। এরপর সারযুক্ত মাটিতে ধীরে ধীরে বড় হয়েছে চারাগাছগুলি। মুম্বাইয়ের সর্বত্র এভাবে সবুজে ভরিয়ে দেওয়াই লক্ষ্য এই এনজিও-র।