পুরস্কারমূল্য অর্ধেক, বাতিল উদ্বোধনী অনুষ্ঠানও - আর্থিক মন্দার জের আইপিএলে?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা কাউন্টডাউন ‘আইপিএল’। তবে তার আগেই পুরস্কার মূল্যে কাটছাঁট করল বিসিসিআই। এতদিন দলগুলোকে যা পুরস্কার দেওয়া হয়েছিল, এবার সেই অঙ্কের পরিমাণ এক ধাক্কায় অর্ধেক করে দিল দেশের প্রধান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন
দিল্লির মসনদে বাংলার মহারাজ, বিসিসিআই-এর পরবর্তী প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়!

ইতিমধ্যেই আইপিএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজি দলের কাছে নির্দেশ পৌঁছে দিয়েছে বিসিসিআই। আগে জয়ী দলকে দেওয়া হত ২০ কোটি টাকা। এবার সেই অঙ্ক কমিয়ে করা হয়েছে ১০ কোটি। একইভাবে রানার্স আপ, কোয়ালিফায়ারে পৌঁছনো দুটি দলের পুরস্কার মূল্যো কমছে যথাক্রমে ৬.২৫ কোটি ও ৪.৩৭৫ কোটি টাকায়। অন্যদিকে, ভেন্যু এগ্রিমেন্ট কস্টও বাড়ছে। মানে এবার রাজ্যের ক্রিকেট বোর্ডকে বেশি টাকা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। আগে যেখানে দিতে হত ৩০ লাখ, এবার দিতে হবে ৫০ লাখ। অর্থাৎ সব দিক থেকেই ফ্র্যাঞ্চাইজির ওপর চাপ বাড়ানো হল বোর্ডের তরফ থেকে।

আরও পড়ুন
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল আজ, চিনে নিন ভারতীয় দলের ক্রিকেটারদের

ফ্র্যাঞ্চাইজির হাতে এখন টাকা থাকে অনেক। স্পন্সরশিপ ছাড়া আরও নানা উপায় টাকা আসে তাদের কাছে। এই পরিস্থিতিতে বোর্ডের ওপর থেকে অতিরিক্ত খরচের চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর। এবারে উদ্বোধনী অনুষ্ঠানও হবে না বলে জানিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এইবছরের আইপিএলে বিসিসিআইয়ের টাকার পরিমাণ এভাবে কমে যাওয়ার পেছনে কি আর্থিক মন্দা দায়ী? নাকি অন্য কোনো কারণ রয়েছে? সেই প্রশ্নই উঠে আসছে নানা মহলে।

More From Author See More