লকডাউনের ফলাফল, এপ্রিলে বেকারত্বের হার বেড়ে ২৭% ভারতে

করোনার আক্রমণ থেকে এখনও রেহাই পায়নি ভারত। লকডাউনের জেরে বন্ধ সমস্ত কাজ। তারই মারাত্মক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতেই কর্মসংস্থানের রিপোর্ট সবার চিন্তা বাড়াল। রিপোর্ট অনুযায়ী, এপ্রিল মাসে দেশে বেকারত্বের হার এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। যা কিনা সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে!

মুম্বইয়ের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র এই সাম্প্রতিক রিপোর্ট অনেকেরই কপালে ভাঁজ ফেলেছে। তাঁদের রিপোর্ট অনুযায়ী, লকডাউনে কলকারখানা বন্ধ হয়ে গেছে। ফলে অনেকের হাতেই এখন কাজ নেই। এরই মধ্যে চাহিদা-যোগানের ব্যাপক হেরফের দেখা যাচ্ছে। অর্থনীতি এমনিই নিম্নগামী ছিল। করোনার এই পরিস্থিতি গোটা বিশ্বেই অচলাবস্থা নিয়ে এসেছে। আর তাতেই বিপদে পড়েছেন ভারতের দিনমজুর ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের কর্মীরা। সমীক্ষা করে সিএমআইই দেখেছে, গত এপ্রিল মাসে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ২৭.১ শতাংশ, যা ভারতের ইতিহাসে সর্বাধিক।

add

সব মিলিয়ে, পরিস্থিতি যে ভালো দিকে যাচ্ছে না সেই কথাই বলছে এই সংস্থা। এর আগেও ভারতের অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতি সেই শঙ্কাকেই আরও জোরালো করছে। ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে। কিন্তু করোনা থামার কোনো লক্ষণ এখনও সেভাবে দেখা যাচ্ছে না। ফলে আরও কতদিন এমন অচলাবস্থা চলবে, কেউ জানে না।