১২২ নম্বর স্থানে ভারত, লিঙ্গ সাম্য আনতে পৃথিবীর লাগবে ২০২ বছর!

লিঙ্গ ও অর্থনৈতিক বৈষম্য। শুধু ভারতই নয়, সারা পৃথিবীই জর্জরিত এই সমস্যায়। নারীর সমানাধিকার নিয়ে যতই আন্দোলন, প্রতিবাদ লেখালিখি হোক না কেন, বাস্তব চিত্র বদলায়নি বিশেষ। অন্তত রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্ট সেই কথাই বলছে। লিঙ্গ বৈষম্য সূচকে ভারতের স্থান ১৬২টি দেশের মধ্যে ১২২।

ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রামের ইউএনডিপির রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত বৈষম্যের জন্যই ভারতের এই অবনতি। যদিও এই লিঙ্গ বৈষম্য এখন বিশ্বের অনেক দেশেই গুরুতর। প্রতিবেশী দেশ চিন(৩৯), শ্রীলঙ্কা (৮৬), ভুটান(৯৯)-এর অবস্থা অনেকটাই ভালো ভারতের তুলনায়।

এছাড়াও, মানব উন্নয়ন সূচক তালিকায়, ১৮৯টি দেশের মধ্যে ভারত পেয়েছে ১২৯ নম্বর স্থান। গতবছর ভারত ছিল ১৩০-এ। এই সূচক মূলত আয়ু, শিক্ষা এবং রোজগার এই তিনটি বিভাগের ওপর নির্ভর করা নির্ধারণ করা হয়। এবছর নরওয়ে, সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ড যথাক্রমে প্রথম তিনটি স্থান দখল করেছে। চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। অস্ট্রেলিয়া এবং হংকং দুটি দেশই পঞ্চম স্থান অধিকার করেছে। ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং চিন রয়েছে যথাক্রমে ৭১ ও ৮৫ নং স্থানে। পিছিয়ে পড়েছে ভুটান(১৩৪), বাংলাদেশ (১৩৫), মায়ানমার(১৪৫)। আফগানিস্তান(১৭০) উন্নয়নের দৌড়ে প্রায় নিচে।

এও জানা গেছে, ২০৩০ সালের মধ্যে উন্নয়ন প্রকল্প বাড়লেও বিশ্বে এই বৈষম্য পুরোপুরি মুছবে না। এই লিঙ্গ বৈষম্য এবং অর্থনৈতিক অসাম্যের সমাধান হতে পৃথিবীর লেগে যেতে পারে আরও ২০২ বছর! তাও যদি বর্তমান হারে চেষ্টা জারি থাকে, তবেই!

More From Author See More