‘অসুখী’ ভারত, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে স্থান ১৩৯

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে অবসাদ আর দুশ্চিন্তা ছড়িয়েছে সারা পৃথিবীতেই। মানুষের স্বাভাবিক জীবনের প্রতি আগ্রহ অনেকটাই কমে গিয়েছে। আর তার পিছনে অর্থনীতির বড়ো ভূমিকা তো রয়েছেই। সব মিলিয়ে এবছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের গুরুত্ব যথেষ্ট বেশি বলেই মনে করছিলেন ওয়াকিবহাল মহল। আর সেই সমীক্ষাতে ভারতের ফলাফল দেখে সত্যিই আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

জাতিপুঞ্জের সাসটেইনেবল ডেভলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক টিমের সমীক্ষায় দেখা গিয়েছে বিশ্বের ১৪৯টি দেশের মধ্যে ১৩৯ স্থানে রয়েছে ভারত। এমনকি ভারতের প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, চিন প্রত্যেকেই যথেষ্ট এগিয়ে। মূলত গ্যালাপ পোল পদ্ধতির সাহায্যে করা এই সমীক্ষায় তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, জীবনের প্রতি স্বাভাবিক আগ্রহ। আর অপর দুটি বিষয় হল, স্বাভাবিক সুখানুভূতি বা দুঃখের অনুভূতি। তিনটি ক্ষেত্রেই ভারতের ফলাফল অত্যন্ত খারাপ, এমনটাই জানাচ্ছে জাতিপুঞ্জ।

একই তালিকায় বাংলাদেশ এবং পাকিস্তান আছে যথাক্রমে ১০৪ ও ১০৫ স্থানে। নেপালের অবস্থান ৮৭। পূর্ববর্তী রিপোর্টে চিনের স্থান ছিল ৯৪। সেখান থেকে এবছর ৮৪-তে জায়গা করে নিয়েছে চিন। অথচ ভারতের অবস্থা প্রতি বছর আরও খারাপের দিকে এগিয়ে চলেছে। এমনটাই জানাচ্ছে রিপোর্ট। ভারতের পর জায়গা পেয়েছে আরও ১০টি দেশ। যার মধ্যে শেষ স্থানে রয়েছে আফগানিস্তান।

উগান্ডা, ইথিওপিয়া, লিবিয়ার মতো দেশও ভারতের থেকে এগিয়ে আছে অনেকটাই। আর বিগত চার বছর ধরে সমানে প্রথম স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। এরপরেই আছে ডেনমার্ক, সুইৎজারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডের নাম। ইউরোপের বাইরের দেশগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। তার অবস্থান ৯। করোনার প্রভাবে মানুষের স্বাভাবিক জীবন অনেকটাই বিপন্ন হয়েছে ঠিকই। তবে এই সমীক্ষায় তার প্রভাব খুব বেশি পড়েনি বলেই মনে করছেন সমীক্ষকরা। বরং অতিমারীকে সহজভাবেই গ্রহণ করেছেন মানুষ। কিন্তু সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অধিকাংশ দেশের মানুষের মধ্যেই ক্ষোভ রয়েছে। আর ভারতে সেই ক্ষোভ সত্যিই অনেকটা বেশি।

আরও পড়ুন
সুখী পর্যটকদের ভিড় কমুক হিমালয়ে, সীমিত হোক ‘উন্নয়ন'ও

Powered by Froala Editor

আরও পড়ুন
মাত্র এক বছরে ৫ লক্ষ জনসংখ্যা হ্রাস, রাশিয়ার রিপোর্ট ঘিরে উদ্বেগ