ভারতে তৈরি দশ হাজার শয্যার কোভিড স্পেশালিটি হাসপাতাল, বিশ্বের বৃহত্তম

একদিকে যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিমুহূর্তে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পৃথিবী, তখন এক বিরাট সাফল্যের নিদর্শন রাখল আমাদেরই দেশ ভারত। দেশের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা ডিআরডিওর উদ্যোগে মাত্র ১২ দিনেই তৈরি হল বিশ্বের বৃহত্তম কোভিড স্পেশালিটি হসপিটাল। রবিবার সকালে দিল্লি শহরের বুকে উদ্বোধন হল এই 'সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটাল'।

দক্ষিণ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে প্রতিরক্ষা দপ্তরের বেশ কিছুটা ফাঁকা জমি ছিল। সেখানেই ২০০টি তাঁবু ঘিরে তৈরি হয়েছে হাসপাতাল। প্রতিটি তাঁবুতে আছে ৫০টি করে শয্যা। অর্থাৎ মোট ১০ হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মৃদু ও উপসর্গহীন রোগীদের চিকিৎসা হবে মূলত।

তবে সেইসঙ্গে জটিল রোগীদের চিকিৎসার ব্যবস্থাও রাখা হচ্ছে এই হাসপাতালে। ২৫০টি শয্যার জন্য প্রস্তুত থাকছে আইসিইউর ব্যবস্থা। এছাড়া ১০০০ শয্যার জন্য থাকছে অক্সিজেনের সুযোগও। রবিবার এই হাসপাতাল উদ্বোধনের পর সেখানে পরিদর্শনে যান দিল্লির লেফট্যানেন্ট গভর্নর অনীল বৈজল। ডিআরডিও-র ভূমিকার কথা উঠে আসে বারবার। করোনা চিকিৎসা ও তৎসংক্রান্ত বিভিন্ন পরিস্থিতি আয়ত্তে আনতে এই হাসপাতাল যে বিশেষ ভূমিকা নেবে, তা মনে করছেন অনেকেই।

Powered by Froala Editor