লকডাউনে আলোর সন্ধান, নতুন গান তৈরি করলেন বাঙালি সঙ্গীতশিল্পী

ক্রমশ বেড়ে চলা করোনার সংক্রমণ ও লকডাউনের পরিস্থিতিতে সবাই দিশেহারা। আমরা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় থেকে ছটফট করছি। চারিদিকের অবস্থার সঙ্গে লড়াই করছি। আরও অনেক মানুষরাই আছেন, এই দুর্দিনে যাদের হাতে টাকা নেই। এক জায়গায় থেকে আরেক জায়গায় কাজ করাই নিয়তি। ‘দিন আনি দিন খাই’-এর সংসার কেমন স্তব্ধ হয়ে আছে। আসলে সবাই তো আলোর সন্ধান করছেন। সবাই যাত্রী। আর এদের নিয়েই লকডাউনের পরিস্থিতিতে তৈরি করা হল আরও একটি নতুন গান। নাম, ‘পথযাত্রীদের গান’।

ঘরে বসে থাকলেও, আখেরে সবাই তো যাত্রী। গানের ভাষাতেই বলতে গেলে, ‘আলোর পথযাত্রী’। সেই কথা মাথায় রেখেই নতুন সুরের হাত ধরা শিল্পী জয়দীপ চক্রবর্তী’র। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর সুর করা নতুন গান ‘পথযাত্রীদের গান’। গানটির কথা লিখেছেন অপূর্ব কোলে। তিনি নিজেও লেখালেখির চর্চা করেন। সেখান থেকেই লিখে ফেলা এই বিশেষ লেখাটি। প্রথমে কবিতার আকারেই ছিল। পরে জয়দীপ চক্রবর্তী শব্দের ওপর সুর বসান। কোথাও গিয়ে পরিস্থিতির সঙ্গে নিজেদের অসহায়তার স্পর্শ খুঁজে পেয়েছিলেন দুজনেই। সমস্তটাই ফুটে ওঠে এই গানে। গানটির ভিডিও এডিটিংয়ের দায়িত্বে ছিলেন ভবেশ পাত্র।

গানটির প্রসঙ্গে সুরকার এবং গায়ক জয়দীপ চক্রবর্তী প্রহরকে জানাচ্ছিলেন, “আমাদের প্রত্যেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আরও সমস্যায় পড়েছেন সেই মানুষগুলো, যাদের দুবেলা দু-মুঠো ভাত জুটবে কিনা তার ঠিক নেই। খুব কষ্ট করেই চলছে, যা খবর আসছে সেগুলো মোটেই ভালো নয়। সেখান থেকেই যখন লেখাটা পেলাম তখন ঠিক করলাম এমন সুর দিতে হবে, যা এই হাহাকারকে তুলে আনবে। মানুষের কষ্টটাকে বোঝাবে। আর এটা তো শুধু পরিযায়ী শ্রমিক বা দরিদ্র মানুষদেরই শুধু নয়, সমস্ত জায়গায় আঘাত হেনেছে। তাও তো আমরা আশার আলো দেখব। দেখতে চাইছিও। সেদিক থেকে তো যাত্রীও বটে আমরা। সেখান থেকেই এমন নাম, এমন সুর।”

সেই সুরই যাতে সমস্ত জায়গায় বেজে ওঠে সেটাই চান জয়দীপবাবু, অপূর্ববাবুরা। ইতিমধ্যে লকডাউনের মধ্যে এরকম আশার গান, বন্ধুত্বের গান গেয়েছেন অনেকেই। পৌঁছে দিচ্ছেন মানুষের মধ্যে। কথায়, সুরে, ছন্দে যাতে আমরা নিজেরা ঠিক থাকি, জীবনের তাল যেন না নষ্ট হয়, সেই কথাই বলা হচ্ছে সমস্ত জায়গা থেকে। একই কথা বলছে প্রহরও। জীবনযুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। করোনার পরিস্থিতি একদিন কাটবেই, ভোর হবেই আবার। ততদিন নিজেদের ভেতরেই প্রদীপ জ্বালিয়ে রাখি, যাতে সমস্ত অন্ধকার দূর হয়।