ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় লাখ, রাজ্যেও চার হাজার অতিক্রান্ত

লকডাউনেও আটকানো যাচ্ছে না সংক্রমণ। ভারতে করোনা ভাইরাসের মহামারী গত এক সপ্তাহে আরও ভয়ঙ্কর চেহারা নিল। গত এক সপ্তাহে আক্রান্ত হলেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৪৫ হাজার। অর্থাৎ দেড় লাখ ছুঁই ছুঁই। প্রাণ গেছে ৪১৬৭ জন নাগরিকের।


মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয় সাড়ে ছ’হাজার নতুন সংক্রমণ শনাক্ত করে গেছে শুধু এদিন। যা দৈনিক সংক্রমণের নিরিখে সর্বোচ্চ। গত এক সপ্তাহে ভাইরাসের সংক্রমণ বেড়েছে ক্রমবর্ধমান হারে। যা বড়সড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা মহলের কাছে।


এদিকে পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ হাজার। রাজ্যে এখনও পর্যন্ত দেড় লাখের বেশি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে ১৯৩ জনের। রাজ্যের মোট মৃত্যুর সংখ্যা ২১১। আক্রান্তের নিরিখে শীর্ষেই রয়েছে কলকাতা। তবে আমফানের পরে সোশ্যাল ডিসট্যান্সিং নষ্ট হয়ে যাওয়ায়, দেখা দিচ্ছে সংক্রমণ বাড়ার সম্ভাবনা।


ভাইরাসের এই ভয়ঙ্কর আবহের মধ্যেই আশার আলো দেখাচ্ছেন চিকিৎসকরা। আক্রান্তদের ৪১.৬১ শতাংশই সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। পৃথিবীর মধ্যে কোভিড১৯-এ মৃত্যুর হারও সর্বনিম্ন ভারতে, ২.৮৭ শতাংশ। প্রতি এক লাখ জনগণের মধ্যে ভারতে মৃত্যুর সংখ্যা ০.৩। তবে মহামারীর পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমশ, সেদিকেই ইঙ্গিত দিচ্ছেন চিকিৎসকরা। 

Powered by Froala Editor