উধাও ভারতের ৩০ শতাংশ জঙ্গল, সাম্প্রতিক রিপোর্টে চাঞ্চল্য

খাতায় কলমে এর পরিচয় ‘জঙ্গল’ হিসেবেই। কিন্তু সেখানে গেলে, সেই কথা বোঝা শক্ত। সবুজের চিহ্নটুকুও নেই সেখানে। ভারতের অন্তত ৩০ শতাংশ অঞ্চলের অবস্থা আজ এইরকমই। সম্প্রতি এমনই একটি রিপোর্ট, পরিবেশ রক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল আবার।

২০১৯-এর ‘ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট’ বলছে, এই মুহূর্তে রেকর্ড অনুযায়ী ভারতে ৭ লক্ষ ৬৭ হাজার ৪১৯ বর্গ কিমি জায়গা জঙ্গলের মধ্যে পড়ছে। কিন্তু বাস্তব সেটা বলছে না। সাম্প্রতিক হিসেব অনুযায়ী, এই জমির মধ্যে ২ লাখ ২৬ হাজার ৫৪২ বর্গ কিমি ‘জঙ্গলে’ সবুজের কোনো চিহ্নই নেই! যা কিনা এই দেশের মোট জঙ্গলের প্রায় ৩০ শতাংশ। এককালে অবশ্য গাছপালা সবই ছিল। কিন্তু আজ সমস্ত গাছ কেটে ন্যাড়া জমি করে ফেলা হয়েছে।

কারণ? উন্নয়ন করতে হবে! ওই অঞ্চলে নতুন রাস্তা তৈরি, হাইরাইজ, এবং চাষের জমি তৈরির জন্য এই বিশাল সংখ্যক জঙ্গলকে স্রেফ শেষ করে ফেলা হল। কিন্তু প্রশ্ন, এতদিন নজরে এল না কেন এই ব্যাপারটা? ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে কেন আপ-টু-ডেট নথি থাকল না? প্রশ্ন তুলছেন পরিবেশবিদ, বিশেষজ্ঞরা। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? পরিবেশ নিয়ে এত কথা, এত আলোচনা চলছে সারা বিশ্ব জুড়ে। তার ওপর এমন ঘটনা কতটা কাম্য? প্রশাসন কি দায় এড়াতে পারে?