ক্রমাগত কেটে ফেলা হচ্ছে গাছ, প্রবল সংকটে আমাজনের অরণ্য

আমাজনের বৃষ্টিঅরণ্য - শুনলেই ঘন এক জঙ্গলের ছবি কল্পনায় ভেসে ওঠে। সূর্যের আলো সে-অরণ্যে প্রবেশ করতে বাধা পায়, হাজারো জানা-অজানা প্রাণীর বসবাস সেখানে। পৃথিবীর এক আশ্চর্য বনাঞ্চল আমাজনের 'ফ্লোনা দে আলতামিরা'। কিন্তু ব্রাজিলের উত্তরে আলতামিরা ন্যাশানাল ফরেস্ট এখন আর আগের মতো নেই। গাছ কেটে দীর্ঘদিন ধরে চলছে বন ধ্বংস। স্যাটেলাইটে ধরা পড়ল এমনই এক ছবি। এমনকি, এর ফলে আমাজনের বেশ কিছু প্রাণীও বিপন্ন হবার মুখে।

ফেডারেল প্রোটেকশনের নিয়ম অনুযায়ী ‘ফ্লোনা দে আলতামিরা’য় অনুমতি ছাড়া গাছ কাটা নিষিদ্ধ। বাস্তুতন্ত্রে প্রভাব না ফেলে, স্থানীয় অর্থনীতিকে আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বলসেনারো প্রেসিডেন্ট হয়ে আসার পর থেকেই বনাঞ্চলে খননকার্য চালিয়ে লাগাতার গাছ কাটা চলছে, সামনে সমূহ বিপদ জেনেও হুঁশ ফিরছে না কারোর।

খননকার্যের জন্যে গত বছরে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ৩০০ হেক্টর বনাঞ্চল কেটে ফেলা হয়েছে, এমনটাই দাবি রিমোট সেন্সিং স্পেশালিস্ট থাইসে রডরিগেজের। এরপরও বাকি দু’মাসে খননকার্যের আশেপাশে গাছ কেটে খালি করা হয়েছে বনাঞ্চল, স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়েছে এমন চিত্র।

দ্রুত বদলাচ্ছে আমাজন অরণ্যের মানচিত্র। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ তুলছেন অনেক পরিবেশবিদই। দ্রুত কোনো ব্যবস্থা না নিলে বিলুপ্তির মুখে পড়বে অনেক প্রাণীই। আমাজন কি তার সবুজ অঞ্চল ফিরে পাবে, নাকি এভাবেই প্রকৃতিকে ধ্বংস করার খেলায় মেতে উঠবে মানুষ, তা অবশ্য সময়ই বলবে।