সরকারের মদতেই নির্বিচারে তিমি ও ডলফিন শিকার, ভয়াবহ ছবি ফ্যারো দ্বীপপুঞ্জে

নীল নয়, টকটকে লাল রঙে রাঙা হয়ে উঠেছে সমুদ্রের জল। সমুদ্রতটজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ডলফিনের (Dolphin) মৃতদেহ। না, কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ঘটনা নয়। নৃশংসভাবে হারপুন গিঁথে হত্যা করা হয়েছে তাদের। সম্প্রতি, এমনই ভয়াবহ দৃশ্য ধরা পড়ল ইউরোপের ফ্যারো দ্বীপপুঞ্জে। যা নিয়ে সরব হয়ে উঠেছেন গোটা বিশ্বের পরিবেশকর্মী, প্রাণী অধিকারকর্মী এবং বিজ্ঞানীরা। 

আটলান্টিক মহাসাগরে আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে অবস্থিত এই ছোট্ট দ্বীপপুঞ্জ। ১৮টি দ্বীপ নিয়ে তৈরি ফ্যারো ডেনমার্কের রাজ্য হলেও, আদতে তা স্ব-শাসিত অঞ্চল। ড্যানিস আইন কার্যত চলে না সেখানে। ফলে, ডেনমার্ক তিমি ও ডলফিন শিকারে নিষেধাজ্ঞা জারি করলেও বহাল তবিয়াতেই এই প্রথা চলে আসছে ফ্যারো দ্বীপপুঞ্জে (Faroe Island)। 

আজ থেকে প্রায় ৮০০ বছর আগের কথা। ফ্যারো দ্বীপে বসতিস্থাপন করেছিল ভাইকিংরা। সেই সময় থেকেই চলে আসছে তিমি শিকারের এই রেওয়াজ। যা আজ পরিণত হয়েছে সেখানকার ‘ঐতিহ্য’-এ। সারাবছরই অল্প-বিস্তর তিমি ও ডলফিন শিকার চলে ফ্যারো দ্বীপপুঞ্জে, তবে গ্রীষ্মকালে মাত্রা ছাড়ায় নৃশংসতা। আয়োজিত হয় বার্ষিক তিমি শিকার উৎসব। স্থানীয় ফ্যারোইজ ভাষায় যা পরিচিত ‘গ্রিন্ডড্র্যাপ’ নামে। শুধু এই উৎসবেই প্রাণ হারায় সহস্রাধিক ডলফিন ও বেশ কিছু তিমি। 

সমুদ্র সংরক্ষণ গোষ্ঠী ‘সি শেফার্ড’-এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছরেও শিকার করা হয়েছে ১৪২৮টি বিরল আটলান্টিল হোয়াইট সাইডেড ডলফিন। যা মূলত পাওয়া যায় ফ্যারো ও আইসল্যান্ড সংলগ্ন অঞ্চলেই। তবে প্রাণীবিদ ও পরিবেশকর্মীরা প্রতিবাদ জানালেও, কোনো হেলদোল নেই ফ্যারো সরকারের। উল্টে এই প্রথাকে সমর্থন করে সরকারের সাফাই, ডলফিন ও তিমি শিকার নাকি কমিয়ে আনছে কার্বন ফুটপ্রিন্ট। পাশাপাশি তিমির মাংস ও ব্লাবার ফ্যারোর ঐতিহ্যবাহী খাদ্য। শিকার বন্ধ হলে টান পড়বে ভাঁড়ারে। সেইসঙ্গে সরকারের দাবি, ফ্যারো সংলগ্ন সমুদ্রে এই প্রজাতির প্রায় ৮০ হাজার ডলফিন রয়েছে। তার মধ্যে বছরে ১৪০০টি ডলফিন শিকার করলে, তফাৎ হবে না কিছুই। 

অন্যদিকে ফ্যারো প্রশাসনের এই মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন বলেই সমালোচনা করেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। বার্ষিক তিমি ও ডলফিন শিকারের প্রথাকে ‘গণহত্যা’-র তকমা দিয়েছে নর্থ আটলান্টিক মেরিন ম্যামাল কমিশন। গতকাল আন্তর্জাতিক চাপে পড়ে, বার্ষিক শিকারের মাত্রা ৫০০-র মধ্যে সীমিত করার কথা ঘোষণা করেছে ফ্যারো সরকার। তবে জরিমানা বা কারাদণ্ড নৈব নৈব চ। এখন দেখার আনুষ্ঠানিকভাবে এমনটা জানালেও আদৌ এই প্রতিশ্রুতি রক্ষা করতে ফ্যারো কোনো কার্যকরী পদক্ষেপ নেয় কিনা…

Powered by Froala Editor