নতুন উদ্যোগ থেকে পিছিয়ে আসছে জেনারেশন জেড, বলল সমীক্ষা

নতুন কিছু করার উদ্যোগ, ইংরাজিতে যাকে বলে ‘অন্ট্রোপ্রনারশিপ’, তা আস্তে আস্তে ছড়াতে শুরু করেছে গোটা ভারতেই। ভবিষ্যতের দিকে যেমন আশা দেখাচ্ছে এই জাতীয় উদ্যোগ, ঠিক তখনই জেনারেশন জেড অর্থাৎ নবীনতর প্রজন্মের মনের ভিতর ঢুকে পড়েছে কোয়ার্টার লাইফ ক্রাইসিস। হিউম্যান সাইকোলজি অনুযায়ী এটি একটি উদ্বিগ্নতা। ২১ বছর(কারো ক্ষেত্রে ১৮ হতে পারে) বয়স থেকে শুরু করে মধ্য তিরিশ অবধি থাকে এই ক্রাইসিস। এই সময় মানুষ সাধারণত তাদের অর্থনৈতিক অবস্থা ও জীবনধারণের মান নিয়ে গভীর উদ্বিগ্নতায় থাকে।

'অন্ট্রোপ্রনার ফার্স্ট'-এর করা এই সমীক্ষা অনুযায়ী, জেড প্রজন্মের তরুণ-তরুণীরা অধিকাংশই এখন দিশাহীনতায় ভুগছে। কিছু করে দেখানোর তীব্র বাসনা মনের মধ্যে থাকলেও আর্থিক স্থিরতা, সমাজ ও পরিবারের চাপ – সব কিছুর মধ্যে থেকে তারা তাদের ভেতরের আগুন নিভিয়ে দিতে চাইছে। সমীক্ষা অনুযায়ী, ৮২% তরুণ-তরুণী সামাজিক চাপের জন্য নতুন কিছু করার ইচ্ছে থেকে দূরে সরে যাচ্ছে।