৪০ বছর দেওয়া হয়নি জল, তাও জীবিত বোতল-বাগান

একটা বাগান করতে গেলে ঠিক কী কী দরকার? গাছ, জল, আলো, এবং মাটি। অর্থাৎ, খানিকটা জায়গা। ডেভিড লেটিমার এরকম ভাবেন না। আর সেইজন্যই, তিনি জায়গা হিসেবে খুঁজে নিয়েছেন বোতল। হ্যাঁ, ঠিকই শুনছেন। বোতলের মধ্যেই বাগান তৈরি করেছেন তিনি, তাও অদ্ভুত উপায়ে।

শুরুটা অবশ্য হয়েছিল একটা এক্সপেরিমেন্ট হিসেবে। ১৯৬০ সালে প্রথম এই বোতল গার্ডেন তৈরি করেছিলেন ডেভিড। একটা বড় কাচের কন্টেনারের ভেতর স্পাইডারওর্থস গাছ বসিয়েছিলেন। তারপর নিয়মিত জল দিলেও, একটা সময় জল দেওয়া বন্ধ করে দেন। তাও সেটা কবে? ১৯৭২ সালে! হ্যাঁ, তারপর থেকে এক ফোঁটাও জল দেননি ডেভিড। ’৭২-এর পর থেকে দীর্ঘ ৪৬ বছর বাইরের জগতের থেকে একপ্রকার বিচ্ছিন্নই ছিল তাঁর বাগানের গাছ। কিন্তু গাছটির কোনও ক্ষতিই হয়নি। বরং আরও বহরে বেড়েছে সেটা।

ডেভিড লেটিমারের কথায়, বোতলের ভেতরেই গাছের একটা নিজস্ব বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। বাইরের জগত থেকে বিচ্ছিন্ন হলেও, কাচ ভেদ করে আলো ঠিকই আসে। বোতলের ভেতরেই চলে যাবতীয় জৈব-রাসায়নিক কর্মকাণ্ড। যার ফলে পুষ্টিগত অভাব হয়নি গাছের। এক্সপেরিমেন্ট যে সফল, তা বলাই বাহুল্য।