হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী

প্রয়াত ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই প্রাণ হারালেন অজিত যোগী। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁর ছেলে অমিত যোগী তাঁর মৃত্যুর খবর ট্যুইট করে জানান। বয়স হয়েছিল ৭৪ বছর।

গত ৯ই মে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাখা হয়েছিল ভেন্টিলেটরে। কিন্তু অনেক চেষ্টা করেও শারীরিক উন্নতি হয়নি। আজ সকালেই চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর অবস্থা সঙ্কটজনক। বেলায় পর পর দুটি কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় প্রাণ হারান তিনি।

২০০০ সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হওয়ার পর, তিনিই প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন নতুন রাজ্যের। ২০০৩ সাল অবধি সামলেছেন ছত্তিশগড়ের দায়িত্ব। পরবর্তীকালে ২০১৬ সালে মনোমালিন্য হওয়ায় কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছিলেন। জনতা কংগ্রেস ছত্তিশগড়।

রাজনীতিতে আসার আগে অজিত যোগী ছিলেন আইপিএস এবং আইএএস অফিসার। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল অবধি মধ্যপ্রদেশের ডিসট্রিক্ট কালেক্টরের দায়িত্বও পালন করেছেন। পরবর্তীকালে, ছত্তিশগড় ভাগ হওয়ার আগে তিনি মধ্যপ্রদেশের রাজ্যসভার সদস্যও ছিলেন। 

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ রমন সিং-ও। অমিত যোগী জানান, কাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ছত্তিশগড়ের ২০ বছরের ছোট্ট ইতিহাসের একটি অধ্যায় শেষ হল এভাবেই, এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না তিনি।

Powered by Froala Editor

More From Author See More