ভয়াবহ দাবানল অস্ট্রেলিয়ায়, ‘গ্লোবাল ট্র্যজেডি’তে ধ্বংস বিস্তীর্ণ বনাঞ্চল

দাবানলের করালগ্রাস থেকে মুক্তি নেই পৃথিবীর। আমাজন, কঙ্গোর পর এবার পুড়ছে অস্ট্রেলিয়া। গত বারের রেকর্ড ছাপিয়ে এ বছর দাবানলে পুড়ে গেছে গন্ডোয়ানা রেন ফরেস্ট সহ সে-দেশের বহু বনাঞ্চল।

গত মরসুমের দাবানল এখনও নেভেনি। তারই মধ্যে নিউ সাউথ ওয়েলসের জাতীয় উদ্যানগুলির ১০ শতাংশের বেশি এলাকা পুড়ে গেছে। এরই মধ্যে এই অঞ্চলে আরও ১১৮টি দাবানলের হদিশ পাওয়া গেছে। যার মধ্যে বহু দাবানল নেভানো কার্যত অসম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ দাবানলে মানুষ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। ইতিমধ্যেই ভস্মীভূত হয়েছে কয়েকশো বাড়িঘর।

অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। গত জুলাই থেকে জাতীয় উদ্যানগুলির ৮ লক্ষ হেক্টর পুড়ে যাওয়ায়, আতঙ্কিত সে-দেশের মানুষও। নষ্ট হয়েছে পরিবেশের ভারসাম্য, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বিপদসংকুল প্রাণীর জীবন।
এই দাবানলকে কেউ কেউ 'গ্লোবাল ট্র্যােজেডি' বলে চিহ্নিত করেছেন। বিমান থেকে জলবোমা ফেলেও নেভানো যাচ্ছে না আগুন। অনেকেই আশঙ্কা করছেন, আগামী দু’মাসে এই অবস্থা বদলানো প্রায় অসম্ভব। এর জেরে পশ্চিম অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডেও জারি করা হয়েছে সতর্কতা।