স্টেডিয়ামের মধ্যে আস্ত একটা জঙ্গল, কোথায় জানেন?

কোনোদিন কি দেখেছেন বা শুনেছেন, স্টেডিয়ামের মধ্যে জঙ্গল? নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না পড়ে? অবাক হলেও, ঠিক এটাই দেখা যাবে অস্ট্রিয়ার ওয়ার্দার্সি স্টেডিয়ামে।

১৯৭০ সালে  নামক এক চিত্রশিল্পী ম্যাক্স পেইন্টনার কয়েকটি ছবি আঁকেন। সেই ছবির বিষয়বস্তু ছিল – যে হারে পৃথিবী দূষিত হয়ে আছে এবং একে একে অরণ্য বিনাশ চলছে মানুষ, তাতে খুব শীঘ্রই কেবল প্রদর্শনীতেই দেখা যাবে জঙ্গলকে।

সেই ছবির ভাবনাকেই রূপান্তরিত করা হয়েছে বাস্তবে। কীভাবে জানেন? অস্ট্রিয়ার ওয়ার্দার্সি স্টেডিয়ামের মধ্যে গড়ে তোলা হয়েছে আস্ত একটা জঙ্গল। জঙ্গলের এই প্রদর্শনীটি চলবে ৮ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর। ৩০০টি গাছ দিয়ে মাঠের মধ্যেই গড়ে তোলা হয়েছে কৃত্রিম জঙ্গল। প্রদর্শনী শেষ হয়ে গেলে, গাছগুলিকে অন্যত্র স্থানান্তরিত করা হবে। তবে স্টেডিয়ামটিকে এখন দেখলে আপনি বিস্মিত হবেনই। সবুজ মাঠ ঘিরে রয়েছে উঁচু উঁচু গাছের জঙ্গল। এমন অভিনব পরিবেশ সচেতনতার উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী।