প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে গাড়ি, দূষণ ঠেকাতে নয়া পদ্ধতি

পরিবেশ দূষণের বিরুদ্ধে ক্রমশ সচেতনতা বাড়ছে মানুষের। সেই সঙ্গে, প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধেও প্রচার চলছে সর্বত্র। কেননা, প্লাস্টিক দূষণ বর্তমান যুগের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই দূষণ রুখতেই এবার এগিয়ে এল বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড। গাড়ির শিল্ড তৈরিতে সংস্থাটি ব্যবহার করছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক।

গাড়ির নীচের অংশটি আকারে বড় হওয়ায় সেখানে সলিড প্লাস্টিক ব্যবহার করা হবে বলে জানিয়েছেন কোম্পানির ডিজাইন ইঞ্জিনিয়ার থমাস সোয়েডার। বর্তমানে প্লাস্টিককে পুনর্ব্যবহার করে গাড়ি বানানোর পদ্ধতিকে অনুসরণ করছে অনেকেই। কিন্তু ফোর্ড তাদের প্রত্যেকটি চারচাকা, এমনকি ট্রাক বানাতেও ব্যবহার করতছে প্লাস্টিক। আর এর জন্য প্রত্যেক বছর প্রায় ১.২ বিলিয়ন প্লাস্টিকের বোতল রিসাইকেল করছে তারা। প্রত্যেকটি গাড়িতে গড়ে ২৫০টি প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়েছে।

প্রশ্ন জাগতে পারে, কীভাবে প্লাস্টিক দিয়ে তৈরি করা হচ্ছে গাড়ি? জোগাড় করা প্লাস্টিক বোতলগুলি কেটে গলিয়ে ফাইবারে পরিণত করা হয় প্রথমে। এরপর সেগুলি অনান্য ফাইবারের সঙ্গে মিশিয়ে একধরণের পদার্থে পরিণত করা হয়, যা গাড়ি শিল্পে ব্যবহার করা যেতে পারে। ওজনে হালকা হওয়ায় ইঞ্জিনের নীচের শিল্ড, সামনের ও পেছনের চাকা বানাতে এই ফাইবার ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে গাড়িগুলি সহজেই বাতাস কাটিয়ে চলতে পারে।
ফোর্ডের মতো সংস্থা যে নজির সৃষ্টি করেছে, তা অন্যান্য গাড়ি নির্মাতাদেরও অনুপ্রাণিত করবে, আশা করাই যায়। সর্বোপরি, প্লাস্টিকের এমন পুনর্ব্যবহার হলে, পরিবেশকর্মীরাও খানিক স্বস্তি পাবেন বইকি!