ঘুরে দেখা যাবে এক ক্লিকেই, খুলছে ভারতীয় চিত্রশিল্পের ডিজিটাল মিউজিয়াম

ভারত বৈচিত্র্যের দেশ। প্রাচীন যুগ থেকে একাধিক সংস্কৃতির মিলনক্ষেত্র হয়ে উঠেছে ভারত। স্বাভাবিকভাবেই তাই চিত্রকলা (Art), ভাস্কর্যের (Sculpture) সুবিস্তৃত ইতিহাস রয়েছে ভারতের। বর্তমান বাজারে এই বিস্তৃত ইতিহাস নিয়ে অজস্র বই উপলব্ধ ঠিকই, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তা দুর্বোধ্যই বটে। অ্যাকাডেমিক ছাড়া, এইসব বইয়ের নাগাল পাওয়াও সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন। সেইসঙ্গে মুদ্রিত গ্রন্থে এমন একটি বিস্তীর্ণ বিষয় সচিত্রিতভাবে উপস্থাপন করা কতটাই বা সম্ভব?

এবার ভারতীয় চিত্রকলার ইতিহাস এবং নিদর্শন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিল বেঙ্গালুরুর বেসরকারি জাদুঘর ‘দ্য মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড ফটোগ্রাফি’ (MAP)। এবার এক ক্লিকেই ঘুরে দেখা যাবে অজন্তার গুহাচিত্র থেকে সমসাময়িক চিত্রশিল্পীদের আঁকা বিভিন্ন চিত্র। সেইসঙ্গেই উপলব্ধ থাকবে প্রতিটি চিত্র কলার বিশ্লেষণ, সমালোচকদের মতামত এবং ইতিহাস। 

বছর কয়েক আগে শিল্প সংগ্রাহক অভিষেক পোদ্দারের হাত ধরে শুরু হয়েছিল বেঙ্গালুরুর এই বেসরকারি জাদুঘরটি। তবে চার দেওয়ালের সীমাক্ষেত্রে ভারতের গোটা চিত্রকলার ইতিহাসকে ধরতে পারা এক প্রকার অসম্ভব ব্যাপার। আর সেই কারণেই এই ডিজিটাল আর্কাইভ তৈরির উদ্যোগ নেন অভিষেক। যেখানে শুধু চিত্রশিল্পই নয়, একই সঙ্গে থাকবে স্থাপত্য, ভাস্কর্য এবং টেক্সটাইলের বিপুল সম্ভার। ঘুরে বসে বিনামূল্যেই তা ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। তবে এই উদ্যোগে বিশেষভাবে সুবিধা হবে চিত্রকলার গবেষকদের, এমনটাই মনে করছেন তিনি। 

এই ডিজিটাল এনসাইক্লোপিডিয়া তৈরির দায়ভার দেওয়া হয়েছে তরুণ ঐতিহাসিক, চিত্রকলা অধ্যাপক এবং শিল্পীদের। সেইসঙ্গে খ্যাতনামা গবেষকদের দিয়ে লিপিবদ্ধ করানো হচ্ছে সংশ্লিষ্ট চিত্রগুলির সমালোচনা কিংবা ব্যাখ্যা। এখনও পর্যন্ত ২০০০-এরও বেশি চিত্রশিল্পের বর্ণনা এবং বিস্তারিত তথ্য নথিভুক্ত হয়েছে এই ডিজিটাল আর্কাইভে। আগামীদিনে আরও বিস্তৃত হবে এই আর্কাইভের পরিধি। ভারতীয় সংস্কৃতি ও জনজীবন সংক্রান্ত ইউরোপীয় ও অন্যান্য বৈদেশিক চিত্রকলাও সংগৃহীত হবে এই মিউজিয়ামে। এমনটাই জানাচ্ছে কর্তৃপক্ষ। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। চলতি বছরের দ্বিতীয় অর্ধেই সাধারণের জন্য খুলে যাবে ভারতের প্রথম ওপেন সোর্স ডিজিটাল আর্ট আর্কাইভটি…

আরও পড়ুন
শিল্পী ও তারকার দ্বন্দ্বে বাঙ্ময় সৌমিত্র-'অভিযান'

Powered by Froala Editor

আরও পড়ুন
অসুস্থতার কারণ শিল্পসৌন্দর্য! অস্তিত্ব রয়েছে এমনও অদ্ভুত রোগের