কৃষকদের গলফ : সুইজারল্যান্ডের এক আশ্চর্য খেলা

মাঠের মধ্যে বিছানো নততল লোহার রেল। তার উঁচু প্রান্তে ছোট্ট স্ট্যান্ডের ওপর রাখা রাবারের একটি বৃত্তাকার ডিস্ক। পিছনে স্টিক হাতে দাঁড়িয়ে রয়েছেন এক খেলোয়াড়। অনেকটা গলফের ভঙ্গিতেই। তবে তাঁর হাতে ধরা আছে যে-জিনিসটি, আকার আয়তনে কোনোদিক থেকেই তা গলফ স্টিক নয়। বরং, তা দেখতে অনেকটা চাবুকের মতো। তবে সরু এই স্টিকের অন্তিম প্রান্তে রয়েছে ইঞ্চি পাঁচেক দীর্ঘ কাঠের তৈরি একটি মোটা চোঙ। 

একমাত্র সুইজারল্যান্ডে (Switzerland) গেলেই দেখা মিলবে এই আশ্চর্য খেলার। বিশেষত সুইস হার্টল্যান্ডের বিস্তীর্ণ গ্রামাঞ্চল এবং কৃষি খামারে। ঐতিহ্যবাহী এই খেলার নাম ‘হরনুসেন’ (Hornussen)। তবে লোকমুখে এ খেলা পরিচিত ‘ফার্মার’স গলফ’ বা ‘কৃষকদের গলফ’ (Farmer's Golf) নামে। অবশ্য শুধু গলফই নয়, টেনিস কিংবা বেসবলের সঙ্গেও বেশ মিল রয়েছে এই খেলার। 

আসলে হরনুসেন বেসবলের মতোই দলগত খেলা। ৯ জন খেলোয়াড় নিয়েই তৈরি হয় একটি করে দল। একদলের খেলোয়াড় যখন রাবারের এই ডিস্কে আঘাত করে, বিপক্ষের খেলোয়াড়রা তখন দল বেঁধে ফিল্ডিং করেন মাঠে। অনেকটা বেসবলের মতোই। তবে হাত দিয়ে ‘বল’ ধরা নীতিবিরুদ্ধ। রাবারের এই ডিস্ক ধরার জন্য খেলোয়াড়দের হাতে থাকে ভারি কাঠের ব্যাট। হ্যাঁ, ঠিকই শুনেছেন ব্যাট হাতেই ফিল্ডিং। অবশ্য চতুষ্কোণ টেনিস র্যাকেটের মতো দেখতে এই ব্যাট হরনুসেন খেলায় পরিচিত ‘শিন্ডেলস’ নামে। হাওয়ায় ভাসমান রাবারের ডিস্ককে এই ব্যাট দিয়ে আঘাত করে ভূমিষ্ঠ করতে পারলেই ‘আউট’ করা যায় বিপক্ষের খেলোয়াড়কে। আর যদি সেই ডিস্ক বিনাবাধায় ভূমিস্পর্শ করে তবে পয়েন্ট পাবে বিপক্ষ। 

‘হরনুসেন’ নামটির উৎপত্তি ‘হরনেট’ শব্দ থেকে। বাতাসে রাবারের ডিস্কের ঘূর্ণনে উৎপন্ন শব্দ অনেকটে বোলতার গুঞ্জনের মতোই শোনায়। আর সেই ‘হরনেট’-রূপী ডিস্ক ধরাই খেলোয়াড়দের মূলমন্ত্র বলেই ‘হরনুসেন’ নাম পেয়েছে এই খেলা। তবে প্রশ্ন ওঠে, কবে থেকে সুইজারল্যান্ডে প্রচলিত আশ্চর্য এই খেলা? আসলে এই নিয়েও রয়েছে একাধিক তত্ত্ব।

অনেকের মতে ইতালীয় অভিবাসীদের হাত ধরেই শুরু হয়েছিল এই খেলার। সেটাও সপ্তদশ শতকের শেষ দিকে। গ্রামীণ এলাকায় গলফ খেলার সরঞ্জাম মিলত না সে-সময়। পাশাপাশি চাষের জমিতে বল হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকত প্রবল। তাই নিজেদের মতো করেই গলফের নিয়ম বদলে ফেলেছিলেন তাঁরা। আবার অনেকে বলেন, এই খেলার শুরু উনিশ শতকের শুরুতে। প্রমাণ হিসাবে তুলে আনা হয় তৎকালীন সাহিত্যিক জেরোমায়া গটহেলের নানা গল্প-উপন্যাস। এমনকি অনেকের বিশ্বাস এই খেলার জন্ম আসলে যুদ্ধাভ্যাস থেকেই। শত্রুপক্ষের দিকে পাথর ছোঁড়ার অনুশীলন থেকেই জন্ম নিয়েছিল হরনুসেন। পরবর্তীতে যা নাকি অবসর সময় কাটানোর অন্যতম রাস্তা হয়ে ওঠে গ্রামীণ সুইস কৃষকদের…

Powered by Froala Editor

More From Author See More