মৃত হাতিকে ঘিরে দাঁড়িয়ে শোকস্তব্ধ পরিবার, ‘মানবিক’ দৃশ্য ভাইরাল

আমাদের প্রিয়জনদের মৃত্যু হলে ভেঙে পড়ি আমরা। মৃত্যু চরম সত্য, আসবেই একদিন না একদিন— এসব জানার পরও আমরা শোকগ্রস্ত হই, মৃত মানুষটিকে শেষ দেখা দেখার জন্য ছুটে আসি। তবে এমন অবস্থা কি শুধু আমাদেরই হয়? সেই কথা বলছেন না বিশেষজ্ঞরা। অন্যান্য প্রাণীদেরও গ্রাস করে শোক, দুঃখ। প্রিয়জনের দুঃখে কাঁদে হাতিরাও। শেষ দেখা দেখার জন্য চলে যায় তার কাছে…

খুব সম্প্রতি হাতিমৃত্যুর ঘটনায় গোটা দেশ তোলপাড়। খেয়াল করে দেখলে, প্রতি বছরই কেরালার অন্তঃসত্ত্বা হাতিটির মতো আরও অনেক হাতি মারা যায়। ভারতে তো বটেই, বিশ্বের অন্যান্য জায়গাতেও। তাই বলে যে হাতিটি মারা যাচ্ছে, তার কাছের জনদের কি দুঃখ হচ্ছে না? সম্প্রতি ছত্তিসগড়ে দেখা গেল একটি অদ্ভুত দৃশ্য। সুরজপুর জেলার জঙ্গলে একটি হাতিকে পড়ে থাকতে দেখা যায়। দেখেই মনে হচ্ছে, মৃত। কিন্তু কী করে মারা গেছে, কখন মারা গেছে সেসব কিছু জানা যাচ্ছে না। কারণ, হাতিটির মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে আছে আরও বেশ কয়েকটি হাতি। 

প্রত্যেকেই যেন তাদের প্রিয়জনকে ছেড়ে যেতে চাইছে না। বুঝতে পারছে যে সে মারা গেছে, কিন্তু তাও ছাড়ছে না। দুঃখে, শোকে হাতির দেহটি ঘিরে দাঁড়িয়ে আছে তার পরিবার, বন্ধুরা। বন দফতরের কর্মীরাও সেখানে ঢুকে দেহ সরাতে পারছেন না। এমন ভিডিওই ভাইরাল হল নেট দুনিয়ায়। অবশ্য এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও এমন জিনিস বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছে। আড়ালে সেই কান্না হয়ত যুগ যুগ ধরে বেজে চলেছে। 

Powered by Froala Editor

আরও পড়ুন
থাইল্যান্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ক্ষুধার্ত হাতির, আঙুল উঠল মানুষের দিকেই

More From Author See More