২০ ফুট গর্ত থেকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হল হাতিকে - দেখুন ভিডিও

জঙ্গলের পশুপাখিদের অনুকূলে সম্প্রতি সতর্কতা এবং নিয়ম কানুন বাড়ার জন্য শিকারের সংখ্যা কমেছে। মানুষ ভয়ের থেকে বেশি ভালবাসতে শিখেছে, তাদের বাঁচতে দিতে শিখেছে। এক সুন্দর উদাহরণ দিয়ে সেটি আবারও বুঝিয়ে দিল জলপাইগুড়ি।

https://www.youtube.com/watch?v=MXOLii0ub-8

বিষ্ণুপুর জঙ্গল থেকে ভুল করে বেরিয়ে এসেছিল একটি মস্ত হাতি। জলপাইগুড়িতে পানাগড় আর্মি ক্যাম্পের কাছে ২০ ফিটের একটি গর্তে রাতের অন্ধকারে পড়ে যায় হাতিটি। সকালবেলায আর্মি অফিসাররা তার আর্তনাদ শুনতে পেলে, তাকে কিছু খাদ্য দিয়ে বর্ধমান ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করে জানায়। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে, ক্রেনের সাহায্যে হাতিটিকে উদ্ধার করে এবং পরবর্তী শারীরিক পরীক্ষার জন্য  নিয়ে যায়।

সাধারণ অবস্থায়, ভয় পেয়ে হাতিকে তাড়িয়ে দিতে, অথবা আগুনের গোলা ছুঁড়তেই দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু হাতিটিকে উদ্ধারের এই উদ্যোগ প্রশংসনীয় হয়ে রইল।