দাঁতের লোভে ৭০ বার গুলি, নৃশংস হত্যা হাতির

মানুষ কতটা নির্মম হতে পারে, তা অনেকসময় বোঝা যায় জন্তুদের প্রতি মানুষের ব্যবহার দেখলেই। সম্প্রতি মালয়েশিয়ায় সম্প্রতি এক হাতির নিষ্ঠুর মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে-ঘটনাই।
বিরল প্রজাতির হাতি বোর্নিও পিগমি। এই পৃথিবীতে এই প্রজাতির হাতি রয়েছে মাত্র ১৫০০টি। সবগুলিই মালয়েশিয়ায়। নিয়ম অনুযায়ী, ওই প্রজাতির হাতির মৃত্যুর পিছনে কোনো শিকারির হাত থাকলে, ৫ বছরের জেল অথবা ৬০,০০০ ডলার জরিমানার শাস্তি দেওয়া হবে। কিন্তু তাও এই নিষ্ঠুর হত্যা আটকানো যায়নি।

৭০বার গুলি করা হয় হাতিটিকে। শেষে, মাথায় গুলি খেয়ে মৃত্যু হয় তার। সাবা এলাকার একটি নদীতে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় তাকে। মৃতদেহ উদ্ধার করার পর দেখা যায়, দুটি দাঁত নেই। দুটি দাঁতের জন্য, অকল্পনীয় এই হত্যায় হতবাক অফিসার থেকে গ্রামবাসী সবাই।