কাঠের মণ্ড আর শ্যাওলা দিয়ে তৈরি জামা, পরে দেখবেন নাকি?

কাপড়ের জামা তো আমরা সবাই পরেছি। তার নানারকম কায়দা, নানারকম স্টাইল। কিন্তু কাঠের পাল্প আর শ্যাওলা-অ্যালগি দিয়ে তৈরি জামার কথা শুনেছেন কখনও? ঠিক এই জিনিসটাই তৈরি করেছে লন্ডনের ভোলেবাক নামের একটি সংস্থা।

কিন্তু এত উপাদান থাকতে, শেষে কাঠের মণ্ড, শ্যাওলা, অ্যালগি দিয়ে জামা তৈরি করতে হল কেন? ভোলেবাক কর্তৃপক্ষের মতে, এই পুরো ব্যাপারটাই করা হয়েছে পরিবেশের কথা মাথায় রেখে। এই জামা যখন একদম খারাপ হয়ে যাবে, বা আর পরার মতো অবস্থায় থাকবে না, তখন এটিকে মাটিতে পুঁতে ফেলা যাবে। চাইলে কম্পোস্টও করা যাবে। এর ফলে জামাটি ওইখানেই মিশে যাবে। এমনি জামাটিকে দেখলে নিতান্ত সাধারণই মনে হবে। তাই বলে গায়ে দেওয়ার কয়েকদিন পরেই নষ্ট হবে না। ভোলেবাকের মতে, এটি তখনই ‘পচতে’ শুরু করবে যখন এটিকে মাটিতে পুঁতে দেওয়া হবে। মাটিতে উপস্থিত ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং মাটির তাপই একমাত্র একে ভাঙতে সাহায্য করবে। নচেৎ, কিছু হবে না। আপনি কাচাকাচিও করতে পারবেন নিশ্চিন্তে। আপাতত দামটা একটু চড়া হলেও, পরবর্তীকালে দাম বাড়ানোর দিকে যাবে ভোলেবাক। এই জামা যাতে আরও বহু লোকের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাই তাঁরা দেখবেন।