ক্রমশ সেরে উঠছে ওজোন স্তর, সাম্প্রতিক রিপোর্টে স্বস্তি পরিবেশবিদদের

এই মুহূর্তে চারিদিকে রোগ, আর হাহাকার। সেই সঙ্গে পরিবেশের স্বাস্থ্যও ভেঙে পড়ছে ভীষণভাবে। এত অন্ধকারের মধ্যেও আলোর সন্ধান দিলেন বিজ্ঞানীরা। বায়ুমণ্ডলের যে ওজোন স্তর ক্ষতির মুখে পড়ছিল, সেটা আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। যা পরিবেশবিদদের মুখে একটু হলেও হাসি ফুটিয়েছে।

আরও পড়ুন
পরিবেশ বাঁচাতে ‘নিম’ দাওয়াই, নিউ টাউনে তৈরি হচ্ছে নতুন পার্ক

ছোটোবেলায় বিজ্ঞানের বইতে এই ওজোন স্তরের সঙ্গে আমাদের পরিচিতি হয়ে গেছে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের মাঝখানে অবস্থিত এই বিশেষ স্তরটির মূল উপাদান ওজোন গ্যাস। পরিবেশ রক্ষায় এর ভূমিকা মারাত্মক। বিশেষ করে, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি পৃথিবীর দিকে আসে, সেগুলোর থেকে আমাদের রক্ষা করে ওজোন স্তর। কিন্তু বিভিন্ন কারণে এই স্তরটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৈরি হচ্ছে ‘ওজোন হোল’। ফলে, পরিবেশ দূষণের পাশে বিপদে পড়ছি আমরাও। বিভিন্ন সমীক্ষা, তথ্য আমাদের সাবধান করলেও, খুব একটা কাজ হয়নি।

আরও পড়ুন
গাছ, আধুনিকতা, পরিবেশ— সবাইকেই একসঙ্গে নিয়ে চলবে এই স্মার্ট সিটি

কিন্তু এখানেই হঠাৎ একটা আশার আলো উঠে এল। সম্প্রতি গবেষণায় ধরা পড়ল অ্যান্টার্কটিকার ওপরের ওজোন স্তরটি ধীরে ধীরে ‘সুস্থ’ হচ্ছে। অর্থাৎ, যে ক্ষতি হয়ে গিয়েছিল, সেটা আবার ঠিক হচ্ছে। শুধু অ্যান্টার্কটিকার জন্য নয়, দক্ষিণ গোলার্ধের জন্যও এটি ভালো খবর। বিজ্ঞানীরা চাইছেন, এবার এই পরিবর্তন উত্তর গোলার্ধেও ছড়িয়ে পড়ুক। এভাবেই যদি প্রকৃতি সুস্থ হয়ে ওঠে, তাহলে তার থেকে ভালো তো কিছু হয় না! অবশ্যই মানুষকেও এগিয়ে আসতে হবে এই কাজে। আমরা সবাই যদি সামলে রাখি পরিবেশকে, একদিন সব দিক থেকেই উপকৃত হব।