শুধু ওষুধ নয়, টাকাও প্রেসক্রাইব করেন এই ডাক্তার

হাসপাতালে বা চেম্বারে গেলে, ডাক্তাররা নিশ্চয়ই ওষুধপত্র লিখে দেন। সঙ্গে যদি কোনো পরীক্ষা করতে হয়, সেটার কথাও বলেন। কিন্তু গ্যারি ব্লোচ সেইসব তো করেনই, সেইসঙ্গে আরও একটা কাজ করেন। তিনি টাকা ‘প্রেসক্রাইব’ করেন!

ব্যাপারটা কীরকম অদ্ভুত হয়ে গেল না? এই অদ্ভুত ব্যাপারটাই দীর্ঘদিন ধরে করে আসছেন কানাডার এই জেনারেল ফিজিশিয়ান। তিনি বিশ্বাস করেন শুধু ওষুধ, বা কয়েকটা পরীক্ষা নয়। রোগীর পারিবারিক অবস্থাও দেখা দরকার। সেটাকেও বিচার করা দরকার। এমন অনেক রোগই হয়, যেগুলো হয়ত সামান্য চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু রোগীর সেই চিকিৎসার খরচটুকু দেওয়ার মতোও আর্থিক অবস্থা নেই। যার ফলে অবহেলায় রোগ আরও বেড়ে যায়। গ্যারি সেইসমস্ত দিক খেয়ালে রাখেন। রোগীর আর্থিক অবস্থা ভালো না হলে, তিনি চেষ্টা করেন তাকে একটা রোজগারের বন্দোবস্ত করে দেওয়ার। যাতে আর্থিকভাবে দৃঢ় হতে পারেন তিনি। একই সঙ্গে মানসিক সমস্যারও খেয়াল রাখেন। এর ফলে অনেকে উন্নতিও করেছেন। খুঁজে পেয়েছেন নিজের বাঁচার পথ।