৫,৭০০ বছর আগেকার চুইং গাম থেকে পাওয়া গেল একটি মেয়ের ইতিহাস

একটি চুইং গাম। যার বয়সই নয় নয় করে প্রায় কয়েক হাজার বছর হয়ে গেল। সেখান থেকেই পাওয়া গেল একটি মেয়ের খোঁজ। যে কিনা জীবিত ছিল সেই প্রাগৈতিহাসিক সময়, আর তাঁর মুখেই কিনা ছিল এই ‘চুইং গাম’!

এমনই আশ্চর্য সন্ধান করলেন বিজ্ঞানীরা। প্রায় ৫,৭০০ বছর আগের এক মানুষের জিনোমকে পুনরায় তৈরি করলেন তাঁরা, আর খড়ের গাদায় সূচ খোঁজার মতো সূত্র হিসেবে ছিল একটি বিশেষ ‘চুইং গাম’। যেটি আসলে বার্চ পিচ, একপ্রকার কালো রঙের আঠার মতো উদ্ভিদজাত বস্তু। এই বস্তুটিই নাকি মেয়েটির মুখে ছিল। আর সেখান থেকেই মানুষটি সম্পর্কে তথ্য বের করলেন তাঁরা।

লোলা, অর্থাৎ ৫,৭০০ বছর আগের বালটিক সাগরের তীরের বাসিন্দা ওই মেয়েটির জিনোম পুনরায় তৈরি করে তাঁর একটা ছবিও তৈরি করা গেছে বলে বলছেন বিজ্ঞানীরা। শ্যামলা, নীল চোখের মেয়েটির কোনও কারণে মুখে কিছু সমস্যা তৈরি হয়েছিল— এমনও তথ্য পাওয়া গেছে। শুধু মেয়েটির সম্পর্কে নয়, সে তার আগে যা যা খেয়েছে, সেই তথ্যও পাওয়া গেছে সেখান থেকে। এছাড়াও, কিছু ওরাল মাইক্রোবের সন্ধানও পাওয়া গেছে। যা থেকে তখনকার প্রাগৈতিহাসিক জীবদের সম্পর্কেও কিছু তথ্য পাওয়া যাবে।