মাত্র ৫ মিনিটে চিহ্নিত হবে শরীরের ক্যানসার, সাড়া জাগানো আবিষ্কার বাঙালি বিজ্ঞানীর

প্রযুক্তির ব্যবহার চিকিৎসাবিজ্ঞানেও অভূতপূর্ব উন্নতি ঘটিয়েছে। কিন্তু সেই প্রযুক্তির উন্নতি ঘটেছে মানুষের হাত ধরেই। কিন্তু বহু রোগের মতোই ক্যানসারের ওষুধ এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। এমনকি, রোগটিকে চিহ্নিত করাও যথেষ্ট ব্যয়সাপেক্ষ। এ-নিয়ে বিস্তর গবেষণা চলছে বহুদিন ধরেই। এরই মধ্যে আশার আলো দেখালেন বাঙালি বিজ্ঞানী ইয়াসমিন হক ও তাঁর টিম।

বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির গবেষণারত এই টিমটি ক্যানসারকে প্রাথমিক অবস্থায় চিহ্নিত করার নতুন পন্থা আবিষ্কার করল। নন-লিনিয়ার অপটিকসের সাহায্যে, খুব কম খরচেই রক্ত পরীক্ষা করে জানা যাবে শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কিনা।

বাংলাদেশি ৫০০ টাকায়, মাত্র ৫ মিনিটের মধ্যেই এই চিকিৎসাটি করা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীদের দল। এই পদ্ধতিতে এর আগে গ্লুকোজ বা লিপিড নির্ণয় করা সম্ভব হলেও ক্যানসারকে চিহ্নিত করবার কথা ভাবতে পারেননি কেউ। কিন্তু সে অসম্ভবকেই সম্ভব করে দেখালেন ইয়াসমিনরা।
বহু ধরণের ক্যানসার শেষ পর্যায়েও ধরা পড়ে না। এমনকি, ক্যানসার ডিটেকশন কিটগুলি সবক্ষেত্রে সঠিক ফলাফলও দেয় না। তাই নয়া আবিষ্কৃত ডিভাইসের সাহায্যে দ্রুত ক্যানসার চিহ্নিত করা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আগামী একবছরের মধ্যে সাধারণ মানুষের কাছে ডিভাইসটি খুব সহজেই পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।