‘হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়’, সচেতনতা বাড়াতে ডেপুটেশন স্কুলে-স্কুলে

কিছুদিন আগে সারা ভারতে 'এক ভাষা' হিন্দি চাপানোর আভাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আর এর বিরুদ্ধেই বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সাধারণ মানুষ। হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়। অথচ দীর্ঘদিন ধরে এই ভ্রান্ত ধারণাই ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্তরে। বাদ যায়নি স্কুলের পাঠ্যপুস্তক ও বিভিন্ন সহায়িকা বইও। সেখানেও জ্বলজ্বল করছে এই বক্তব্য – ‘হিন্দি ভারতের রাষ্ট্রভাষা’। এর বিরুদ্ধে বাঙালি ছাত্রছাত্রীদের সচেতন করা উচিৎ স্কুলজীবন থেকেই। নইলে, নতুন প্রজন্মের কাছেও ছড়িয়ে যাবে এক ভুল তথ্য। এই উদ্দেশ্য নিয়েই শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার দুটি স্কুলে ডেপুটেশন জমা দিলেন একটি অরাজনৈতিক সংগঠনের সদস্যরা।

ডেপুটেশনটিতে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন ছাত্রছাত্রীদের বাংলা ভাষার মর্যাদা সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি, বিভিন্ন সহায়িকা বইতে যে ‘হিন্দি ভারতের রাষ্ট্রভাষা’ সংক্রান্ত ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে, সে-সম্পর্কেও ছাত্রছাত্রীদের সতর্ক করার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সদস্যরা। প্রয়োজনে ওই বইগুলির প্রকাশকের কাছেও লিখিত বক্তব্য জানানো হবে। শনিবার সকালে কামারহাটি পৌরসভার বেলঘরিয়া হাই স্কুল ও মহাকালী গার্লস হাই স্কুলে এই ডেপুটেশন জমা দেওয়া হয়।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুলে এই প্রথম বাংলা ভাষা-সংক্রান্ত এমন ডেপুটেশন দেওয়া হল। স্কুল শিক্ষার অন্যতম পরিসর। শৈশব থেকেই ছেলেমেয়েরা যাতে হিন্দি-সংক্রান্ত ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসে, সে-কারণেই এমন উদ্যোগ। আর এই কাজে সবার আগে এগিয়ে আসা উচিৎ শিক্ষকদেরই।

More From Author See More