৩৫০ গুণ দ্রুত হারাচ্ছে গাছপালা, জানাল রিপোর্ট

বিশ্ব উষ্ণায়নের হাহাকার, আমাজনের আগুন, সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া – পরিবেশের এহেন অবস্থার মধ্যেই আরো এক চাঞ্চল্যকর খবর। পৃথিবীর বুক থেকে স্বাভাবিকের তুলনায় ৩৫০ গুণ দ্রুতগতিতে হারিয়ে যাচ্ছে গাছপালা।

ইউনাইটেড নেশনসের একটি রিপোর্ট বলছে, ৫৭১টি প্রজাতির গাছ ইতিমধ্যেই হারিয়ে গেছে। বাড়তি  জনসংখ্যার  চাপে এবং খাবারের প্রয়োজনে আস্তে আস্তে সব খালি জায়গা, জলাভূমি, জঙ্গল চলে যাচ্ছে মানুষের দখলে। ফলে পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশ ভূমি, দুই-তৃতীয়াংশ মহাসাগর এবং ৮৫% জলাভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে বা হারিয়ে গেছে, যা প্রত্যেকটি প্রজাতির পক্ষে বেঁচে থাকার পক্ষে শক্ত হয়ে পড়ছে। পাশাপাশি, জঙ্গল কাটা পড়ার কারণে বিভিন্ন বিরল প্রজাতির গাছ, জন্তু, পাখিদের হারিয়ে ফেলছে পৃথিবী।

সাধারণ মানুষদের মধ্যে সতর্কতা যদি থেকেও থাকে, তবু প্রত্যেকটি দেশের সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। এমন অবস্থা চলতে থাকলে, পৃথিবীর হাতে দিন যে আর বেশি নেই, তা নিয়ে নিঃসন্দেহ বিজ্ঞানীরা।

Latest News See More