রাস্তা তৈরি হবে, প্রাণ যাবে প্রায় দশ হাজার গাছের

পরিবেশ দূষণের যুগে, বৃক্ষরোপণ ছাড়া উদ্ধার পাওয়া মুশকিল। এ-সত্য জানার পরেও যথেচ্ছ ভাবে কাটা হচ্ছে গাছ। তামিলনাড়ুর হোসারের সঙ্গে বেঙ্গালুরু সংযুক্ত করতে তৈরি হবে স্যাটেলাইট টাউন রিং রোড। ১৮০ কিলোমিটার এই রাস্তা তৈরি করতে কাটা হবে ৯৮২৭টি গাছ।

২০০৬ সালে গ্রিনফিল্ড হাইওয়ে প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। ২০১৮-র আগস্টে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়ার আন্ডারে এই প্রকল্পের কাজ শুরু হয়। ৪৫০০ কোটির এই প্রকল্পের আওতায় তৈরি হবে ৬টি লেন।

যদিও এ-ঘটনা নতুন নয়, গত মাসেই মুম্বাই-এর সিভিক বডি অ্যারে কলোনিতে মেট্রো কার শেডের জন্য ২৬০০টি গাছ কাটার অনুমতি দেয়। এর প্রতিবাদে সরব হয়েছিলেন পরিবেশবিদ থেকে শুরু করে বলিউডের অভিনেতা-অভিনেত্রী, সাধারণ মানুষ, সকলেই। শেষ পর্যন্ত স্থগিত হয় সেই প্রচেষ্টা। তামিলনাড়ু-কর্নাটক সীমান্তে গাছ কাটার ক্ষেত্রেও এমনই একটি স্থগিতাদেশের আশা করছেন পরিবেশপ্রেমীরা।

More From Author See More

Latest News See More