বিশ্বের প্রথম দশে জায়গা করে নিল ভারতের এই উপকূল শহর

সম্প্রতি একটি বিখ্যাত আন্তর্জাতিক ভ্রমণ ম্যাগাজিনের তরফ থেকে প্রকাশিত হল ২০২০-এর বিশ্বের প্রথম ১০টি শহরের তালিকা। আর সেখানেই জায়গা করে নিল ভারত। ভারতের কোচি শহর সেই প্রথম ১০টি শহরের তালিকার মধ্যে উপস্থিত।

প্রতি বছরই বিশ্বের শহরগুলির মধ্যে এইরকম র‍্যাঙ্কিং করে বিখ্যাত ট্রাভেল ম্যাগাজিন ‘লোনলি প্ল্যানেট’। সম্প্রতি সেখানে ২০২০ সালের শহরগুলির তালিকা প্রকাশ করা হল। আর তাতেই জায়গা করে নিয়েছে ভারতের উপকূলীয় শহর কোচি। সেরা দশের তালিকায় সাত নম্বরে রয়েছে ‘কুইন অফ দ্য অ্যারাবিয়ান সি’। কোচির ইতিহাস, তাঁর স্থাপত্য, ঐতিহ্য, সেই সঙ্গে সৌন্দর্য এবং আধুনিকতা— সমস্ত কিছুকে মাথায় রেখেই এই সম্মান বলে জানিয়েছেন ম্যাগাজিন কর্তৃপক্ষ।

More From Author See More

Latest News See More