ভালো নেই মানসিক স্বাস্থ্য, সাময়িক বিরতি মার্কিন অলিম্পিয়ানের

গত বছরের কথা। টোকিও-তে অলিম্পিকের আসর চলছে তখন। গোটা বিশ্বজুড়েই সেসময় আলোড়ন পড়ে গিয়েছিল মার্কিন জিমন্যাস্ট তারকা সিমোনে বাইলসকে নিয়ে। ফাইনালের আগে একাধিক প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন বাইলস। জানিয়েছিলেন তাঁর শরীর আর মন এক ছন্দে নেই। মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই তাই সরে দাঁড়ানো মূল প্রতিযোগিতা থেকে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল যেন। মানসিক স্বাস্থ্যের (Mental Health) জন্য ক্রীড়াজীবন থেকে সাময়িক বিরতি নিলেন আরও এক মার্কিন অ্যাথলিট ক্লোয়ি কিম (Chloe Kim)। 

২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে স্কেটবোর্ডিং-এর হাফপাইপ বিভাগে সোনা জিতে নজির গড়েছিলেন ক্লোয়ি। মাত্র ১৭ বছর বয়স তখন তাঁর। বিশ্বের কনিষ্ঠতম মহিলা স্কেটার হিসাবে তাঁর এই রেকর্ড অক্ষত আজও। কিছুদিন আগে বেজিং-এ আয়োজিত অলিম্পিকেও সোনা এনেছিলেন তিনি। তা নিঃসন্দেহে আনন্দদায়ক হলেও, ক্লোয়ি জানালেন নানাভাবে মানসিক চাপে জেরবার তিনি। সম্প্রতি মার্কিন অনলাইন সংবাদ সংস্থা ‘চেডার নিউজ’-এর এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দু’বারের স্বর্ণজয়ী। 

পরিস্থিতির চাপ, মানসিক অস্থিতি আজকের নয়। অলিম্পিকের আগে থেকেই নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে আসছেন ২২ বছর বয়সি তরুণী। তবে অলিম্পিক ও দেশের কথা ভেবেই দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছিলেন চলতি বছরের শুরুর দিকে। অলিম্পিকের আসর মিটতে তাই খেলার মঞ্চ থেকে সাময়িক বিরতি তাঁর। বর্তমানে নিজের পড়াশোনা, পরিবার এবং মানসিক স্বাস্থ্যের দিকেই সম্পূর্ণ নজর দিতে চান তরুণ তারকা। তাঁর কথায়, চলমান জীবনপ্রবাহকে ‘রিসেট’ করার প্রয়োজন হয়ে উঠেছে। 

কিন্তু এই স্বেচ্ছাবিরতি কতদিনের? সে-ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি ক্লোয়ি কিম। অন্ততপক্ষে একটি গোটা মরশুম মাঠে থাকবেন না তিনি। বাড়তে পারে বিরতির মেয়াদ। তবে নিজের কেরিয়ারে তৃতীয় পদক সংযোজনের ইচ্ছা রয়েছে তাঁর। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মিলানে আয়োজিত হতে চলেছে শীতকালীন অলিম্পিক। সেখানে তাঁকে আদৌ দেখতে পাওয়া যাবে কিনা, তা নিয়েই ক্রমশ ঘনীভূত হচ্ছে জল্পনা। 

এর আগে সিমোনে বাইলের সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছিলেন ‘কৃষ্ণাঙ্গদের দেশদ্রোহিতা’ প্রসঙ্গে। তাঁর সিদ্ধান্তে খুব একটা খুশি হয়নি কর্পোরেট জগৎ এবং স্পনসররাও। তবে সার্বিকভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন গোটা বিশ্বের অজস্র মানুষ। ক্লোয়ি কিমের ক্ষেত্রেও যেন সেই দিকেই যাচ্ছে ঘটনাপ্রবাহ। এখন দেখার, ক্রীড়াপ্রেমীদের কতটা সমর্থন পান তিনি…

Powered by Froala Editor