অজানা বাক্সের ভেতরে লুকিয়ে প্রত্নসামগ্রী! অভিনব খেলা চিনের মিউজিয়ামে

জাদুঘরে প্রাচীন সামগ্রী দেখতে ভিড় করেন বহু মানুষ। আমাদের দেশে অবশ্য সেসব কেনার সুযোগ খুব একটা থাকে না। কিন্তু চিনের একেকটি মিউজিয়াম থেকে দর্শকরা জিনিস কিনে নিয়ে যেতে পারেন ব্যক্তিগত সংগ্রহের জন্যও। তবে তার জন্য খেলতে হবে একটি খেলা। সম্প্রতি কিছু বছর এই খেলা শুরু হয়েছে। আর খেলার নাম দেওয়া হয়েছে ‘ব্লাইন্ড বক্স’। ক্রেতারা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে একটি বাক্স ঘরে নিয়ে যাবেন। কিন্তু তাঁরা জানতে পারবেন না বাক্সের মধ্যে কী আছে। সেটা জানা যাবে বাড়ি ফেরার পরেই।

চিনের শাং ও জু রাজত্বের সময়ের নানা প্রাচীন শিল্পকলার সন্ধান পাওয়া গিয়েছে সম্প্রতি। একেকটি শিল্প আকারে খুব বড়ো নয়। কিন্তু এত বেশি নমুনা রাখার জায়গা নেই মিউজিয়ামে। আর তাই ইতিহাস যাতে সযত্নে রক্ষিত থাকে, সেজন্য দর্শকদের কাছে এইসমস্ত শিল্প সামগ্রী বিক্রি করার সিদ্ধান্ত নেয় মধ্য চিনের হেনান মিউজিয়াম। মাত্র ৪০ ইয়ানের বিনিময়ে পাওয়া যাবে একেকটি বাক্স। তবে তাতে পোড়া মাটির কাজ থেকে ব্রোঞ্জ বা রূপোর মূর্তি, সবই থাকতে পারে।

হেনান মিউজিয়ামের এই প্রকল্পে যথেষ্ট সাড়া মিলেছে। ইতিমধ্যে ব্লাইন্ড বক্স বিক্রি করেই পুরাতত্ত্ব বিভাগের আয় বার্ষিক ১০ বিলিয়ন ডলারের আশেপাশে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। আর শেষবার মাত্র ৭ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে সমস্ত ব্লাইন্ড বক্স। হেনান মিউজিয়ামের দেখানো পথে এখন হাঁটতে চায় চিনের অন্যান্য সংগ্রহশালাও। হয়তো কোনোদিন চিন থেকে আপনিও, করোনা নয়, নিয়ে আসতে পারেন এক টুকরো ইতিহাস।

Powered by Froala Editor