নতুন করে ছড়িয়েছে ক্যানসার, আরও সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়

বহুদিন থেকেই শরীরে বাসা বেঁধে ছিল কর্কট রোগ। তবে সেই মারণ রোগকে প্রতিহত করেই যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিডের চিকিৎসা চলাকালীন চিকিৎসকদের পরীক্ষায় সামনে এল আরেক আশঙ্কাজনক তথ্য। ভাইরাস সংক্রমণের সঙ্গে ফুসফুসে আবার নতুন করে বিস্তার লাভ করেছে ক্যানসার। ছড়িয়েছে মস্তিষ্কেও।

গত কয়েকদিন ধরেই বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে শুক্রবার রাত থেকেই ক্রমশ অবনতি হয়ে চলেছে তাঁর শারীরিক অবস্থার। দেওয়া হয়েছে অক্সিজেন। শুক্রবার রাতেই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আইটিইউতেও। পর পর দু’বার করা হয় প্লাজমা থেরাপি। সামান্য উন্নতি হলেও আশানুরূপ ফলাফল এখনও মেলেনি চিকিৎসকদের। তারই মধ্যে ক্যানসারের বিস্তার নতুন করে চিন্তা বাড়াচ্ছে চিকিৎসা মহলে।

গতকাল তাঁর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতেই গঠিত হয়েছে ১২ জন চিকিৎসকের বিশেষ দল। যার মধ্যে রয়েছেন ২ সরকারি চিকিৎসকও। ২৪ ঘণ্টাই যাতে নিশ্ছিদ্র পর্যবেক্ষণের মধ্যে থাকেন বর্ষীয়ান বাঙালি অভিনেতা, তারই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। 

রবিবার রাত্রেই তাঁকে ভেন্টিলেশনে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন চিকিৎসকরা। তবে অতিমাত্রায় অক্সিজেন দেওয়ার পরে, তা আর প্রয়োজন হয়নি। তবে অব্যাহত রয়েছে তাঁর রক্তচাপের ওঠা-নামা। তারই সঙ্গে মূত্রনালিতেও সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। তবে জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইট ছাড়ায়নি গত কয়েকদিনে। কিন্তু বাকি সমস্যা এবং তাঁর তন্দ্রাচ্ছন্ন ভাব চিকিৎসার পরেও না কাটায়, আশঙ্কিত চিকিৎসকদের একাংশ। সংকটজনক পরিস্থিতির কারণে দুশ্চিন্তা গ্রাস করেছে তাঁর অনুরাগীদেরও...

Powered by Froala Editor