ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের তথ্যপঞ্জি নির্মাণ শুরু ব্রিটেনে

ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের তথ্যপঞ্জি নির্মাণ। সম্প্রতি এই লক্ষ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে এমনই একটি কাজে হাত দিয়েছে ব্রিটেনে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সংগঠন ‘দ্য ইন্ডিয়া লিগ’। দ্য ইন্ডিয়া লিগের জন্ম প্রাক-স্বাধীনতা আমলে। উদ্দেশ্য ছিল বাইরে থেকে স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য প্রদান। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে যোগ্য সাংগঠনিক নেতৃত্বের অভাবে ধীরে ধীরে আড়ালে চলে যায় এই সংগঠন। একাধিক শাখা-সংগঠনের উদ্ভবকেও ধরা হয় এই অবনমনের কারণ হিসেবে।

কিন্তু সম্প্রতি ফের নজরে এসেছে ইন্ডিয়া লিগের কাজকর্ম। সংগঠনের বর্তমান চেয়ারম্যান সি বি প্যাটেল মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্রিটেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের বদলে যাওয়া সংস্কৃতির অনুসন্ধানই রয়েছে তাঁদের এই সমীক্ষার মূলে। 

এই পূর্ণাঙ্গ অনলাইন রিপোর্টে ধরা থাকবে নতুন প্রজন্মের চিন্তাভাবনা। থাকবে প্রবাসী ভারতীয়দের পাল্টে যাওয়া রুচি এবং হাল আমলের মানসিকতার ছাপও। সকলের মতামত এবং অভিযোগও জায়গা পাবে এই রিপোর্টে। বিগত বছরগুলিতে নানা সময়ে এহেন উদ্যোগ নেওয়া হলেও সবক্ষেত্রেই তা ধামাচাপা পড়ে যায় শেষে। এই রিপোর্টে কেবলমাত্র সমস্যার নির্দেশকরণই নয়, থাকবে সেই সমস্যা মোকাবিলার পথ খোঁজার প্রচেষ্টাও। 

আপাতত জানা গেছে, আগামী মাসের মধ্যেই তথ্য সংকলনের কাজ শেষ হয়ে যাবে। তারপরেই সংগঠনের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে এই রিপোর্ট। দু’-তিন বছর অন্তর তথ্য পরিমার্জনের ব্যবস্থাও করা হবে বলে খবর। সংগৃহীত তথ্যের মাধ্যমে সাংস্কৃতিক রূপান্তরের কোন ধরণটি সামনে আসে, প্রবাসী ভারতীয়দের আগ্রহী চোখ এখন সেদিকেই। 

আরও পড়ুন
অবশেষে ‘ব্রেক্সিট’, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল ব্রিটেন

Powered by Froala Editor

আরও পড়ুন
ব্রিটেনের জেলে বন্দি অবস্থাতেই মারা যেতে পারেন অ্যাসাঞ্জ, উদ্বেগ প্রকাশ করে চিঠি চিকিৎসকদের