পদবির প্রয়োজন নেই সন্তানের, সাম্যের লড়াইয়ে জয় কৃষ্ণনগরের দম্পতির

কথায় বলে, নামে কী যায় আসে! কিন্তু ভারতবর্ষে নামে যায় না এলেও, পদবিতে যায়-আসে। এখনও সমাজের অধিকাংশ মানুষের কাছে পদবি গুরুত্বপূর্ণ। কারও কারও কাছে ধর্ম-জাত-পাতের ধারক ও বাহক এই পদবি। অথচ কৃষ্ণনগরের এক দম্পতির সদিচ্ছায় তাদের সন্তানের বার্থ সার্টিফিকেট তৈরি হল পদবি ছাড়াই।

শুরুতে অবশ্য লড়াই খুব সহজ ছিল না। কম প্রশ্নের মুখে পড়তে হয়নি বাবা কৌস্তভ ঘোষ ও মা সুস্মিতা দাসকে। তাঁদের ইচ্ছে অনুযায়ী, সন্তানের কোনো পদবি রাখা হয়নি। তাঁরা মনে করেন, পদবি কোনো ধর্মের ধারক বা বাহক হতে পারে না। তাই পদবিহীন নামকরণ করেই সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তাঁরা।
সুস্মিতা বরাবরই আধুনিকমনস্কা মহিলা। বিয়ের পরও পাল্টাননি নিজের পদবি। তাতে অবশ্য আপত্তি জানাননি তাঁর স্বামীও৷ পিতৃতান্ত্রিক সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের পুত্র সন্তানের ক্ষেত্রেও শুধুমাত্র নামকেই পরিচয়ের বাহক করলেন তাঁরা।


বহু কটাক্ষ, প্রশ্নচিহ্নের পরও সিদ্ধান্ত থেকে একটুও সরেননি এই দম্পতি। আইনকে পাশে নিয়ে লড়াই চালিয়ে গেছেন তাঁরা। এরপর গত মাসের শেষের দিকে পদবি ছাড়াই সন্তানের বার্থ সার্টিফিকেট সংগ্রহ করেছেন দুজন।

এমন ঘটনা আগামী দিনে পরবর্তী প্রজন্মের কাছে হোক নতুন শিক্ষা। পদবি নয়, নামই মানুষের একমাত্র পরিচয়- এমন স্বপ্ন এবার থেকে দেখবেন অনেক বাবা-মাই।

More From Author See More