পাখিদের কিচিরমিচির শুনতে আমাদের সবারই ভালোলাগে। মাঝেমাঝে তাদের কিচিরমিচিরে কান ঝালাপালা হওয়ারও উপক্রম হয়। কিন্তু কোন পাখির কূজন সবচেয়ে বেশি তীব্র? উত্তরটা এতদিন ছিল স্ক্রিমিং পিহা(Lipaugus vociferans)। কিন্তু নতুন গবেষণায় উত্তরটা বদলে গেছে।
আমাজনের আর্দ্র অঞ্চলের পিহার ডাকের চেয়েও ৯ গুণ বেশি তীব্র ডাকে সাদা বেলবার্ড পাখি (Procnias albus)। এর পুরুষ প্রজাতির ডাক সবচেয়ে বেশি তীব্র। ১২৫ ডেসিবেল। রক কনসার্টের তুলনায় কোনো অংশেই কম নয় এর কলতান। অন্যান্য প্রজাতির পাখির মতই পুরুষ বেলবার্ড স্ত্রী পাখিকে প্রজননের উদ্দেশ্যে আহ্বান করে। তবে শুধুই কলতানই নয়, স্বরের তারতম্য ঘটিয়ে উচ্চতম নোটটি স্ত্রী পাখির কাছে পৌঁছে দিতে সিদ্ধহস্ত এরা। কিন্তু সুরের তীব্রতা যত বেশি হয় ততকম তাদের কলতান স্থায়ী হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল স্ত্রী পাখিটি তখন পুরুষ পাখির কাছেই বসে থাকে। শুধু পাখি নয় মানুষের পক্ষেও এই স্বর কর্ণবিদারক। এরফলে স্ত্রী পাখিদের শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে পারে।
কিন্তু কীভাবে পায়রার মতন ছোটো হাফ পাউন্ড ওজনের একটি পাখি এত তীব্র শব্দ উৎপাদন করে, তার অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষকরা। তবে পাখিগুলোর উদর সংলগ্ন অংশে ও পাঁজরে মজবুত পেশির অস্তিত্ব লক্ষ করা গেছে।