ডিম-শুদ্ধু পাখির বাসা বাঁচিয়েই ফসল কাটলেন কৃষক, মানবিকতার অনন্য ছবি

মাঠে মাঠে ধানকাটা শেষ হয়ে গিয়েছে। পড়ে আছে শূন্য ধানক্ষেত। না, শূন্য নয়। ক্ষেতের একপাশে থেকে গিয়েছে কয়েকটা গাছ। সমস্ত ক্ষেত নিড়িয়ে নিলেও ওই একটি অংশে গাছগুলি রেখে দিয়েছেন কৃষক। কিন্তু কেন? কাছে গিয়ে দেখলে তার কারণ বোঝা যাবে। ওই কয়েকটি ধানগাছের মাঝে বাসা বেঁধেছে একটি পাখি। তার মধ্যে আছে কতগুলি ডিম। আর কিছুদিনের মধ্যেই সেই ডিম ফুটে বেরিয়ে আসবে পক্ষীশাবক। আর সেই নতুন প্রাণের অপেক্ষাতেই মাঠে একপাশে গাছগুলিকে বাঁচিয়ে রেখেছেন কৃষক।

সামাজিক মাধ্যমে এই ছবি হয়তো ইতিমধ্যেই দেখেছেন অনেকে। কৃষকের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। এই হিংসা-দুর্গত পৃথিবীতে এখনও যে মনুষ্যত্ব বেঁচে আছে, তার প্রমাণ এই ছবি। কৃষকের এই কাজে কেউ অবাক হচ্ছেন, কেউ বলছেন অন্য প্রাণীর সঙ্গে মিলেমিশে থাকার মধ্যেই প্রকৃত মনুষ্যত্বের অস্তিত্ব। তবে অসংখ্য আলোচনা আর প্রশংসার পরেও সেই কৃষকের পরিচয় জানা যায়নি। জানা যায়নি কোন দেশের কোন অঞ্চল থেকে উঠে এসেছে এই ছবি। তবে এই পৃথিবীর বুকেই যে কোথাও এমন মন ভালো করা কাজ করে ফেলেছেন কোনো ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নেই। আর এই কাজের পিছনে তো ছিল নিছক মানবিক তাগিদ। জনসমক্ষে প্রশংসা কুড়ানোর জন্য এই কাজ করেননি তিনি। আর তাই এখনও থেকে গিয়েছেন অজ্ঞাতে।

করোনা দুর্গত এই সময়ে যখন সংবাদের দিকে চোখ রাখলেই ভেসে উঠছে একের পর এক মৃত্যুর সংবাদ, তখন এমন মন ভালো করা কিছু ছবিই আগামীর রসদ হয়ে থেকে যাচ্ছে। এই দুঃসময়েও যে মানুষ তার স্বাভাবিক গুণগুলি হারিয়ে ফেলেনি, এটুকুই আশার কথা। আগামী পৃথিবীতে হয়তো এভাবেই হাতে হাত রেখে এগিয়ে যেতে পারবো সবাই। প্রকৃতির উপর মানুষের অত্যাচারের ইতিহাস যেমন দীর্ঘ, তার চেয়েও দীর্ঘ সহাবস্থানের ইতিহাস। আর সেই ছবিটুকুই ভাইরাল হয়ে উঠেছে সামাজিক মাধ্যমের সৌজন্যে।