কাঁটাতারে ঝলসে আছে ক্যাঙ্গারু-ছানা, মর্মান্তিক দৃশ্য অস্ট্রেলিয়ায়

চারিদিকে পুড়ে যাওয়ার চিহ্ন। তার মাঝখান দিয়ে চলে গেছে একটি কাঁটাতার। তাতে বিঁধে রয়েছে একটি ক্যাঙ্গারু ছানা। বাঁচতেই চেয়েছিল, আগুন থেকে পালাতেই চেয়েছিল। কিন্তু পারেনি। সম্পূর্ণ ঝলসে গেছে সে। অত্যন্ত মর্মান্তিক এই ছবিটি হয়ত অনেকে দেখার সাহসও করে উঠতে পারেননি। কিন্তু এই ছবিটিই অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পরিস্থিতিকে বুঝিয়ে দিয়ে যায়।

আমাজন, কঙ্গো, সুমাত্রা। তারপর এই নতুন বছরে অস্ট্রেলিয়া। বিগত এক বছরে অনেক ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেছে পৃথিবী। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ভয়াবহতার খবরে তাই শিউরে উঠছি আমরা। এখনও আগুন নেভেনি সেখানে। অস্ট্রেলিয়ার ইস্টার্ন এবং সাদার্ন কোস্টে লেগেছে এই আগুন, আর এখানেই কিনা দেশের সবচেয়ে বেশি মানুষ এবং জীবজন্তুরা থাকে।

এখনও অবধি ৫০০ মিলিয়ন প্রাণী মারা গেছে এই অগ্নিকাণ্ডে। যার মধ্যে পড়ছে এই ছোট্ট ক্যাঙ্গারু ছানাটি। আগুনের হাত থেকে বাঁচতে যে বাঁচার রাস্তা খুঁজছিল, কিন্তু পারেনি। ঠিক একই অবস্থা হয়েছে আরও অসংখ্য প্রাণীর। প্রত্যেক বছরেই এই আগুন লাগে, কিন্তু এই বছরের শুখা মরসুম সেই ভয়াবহতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এরপরও যদি আমরা নিজেদের কথা, পরিবেশের কথা, বাস্তুতন্ত্রের কথা না ভাবি, তাহলে ভবিষ্যতে আরও বহু ভয়ংকর ঘটনা অপেক্ষা করে আছে। পরিবেশবিদরা বারবার সতর্ক করে আসছেন। আমরা হচ্ছি কি? প্রশ্ন রইল…