লকডাউনে বিশেষ আয়োজন, অল ইন্ডিয়া রেডিওতে গল্প শোনাচ্ছেন স্বয়ং রাস্কিন বন্ড

লকডাউনে ঘরে আটকে সবাই। এরই মধ্যে ভারতে লকডাউনের মেয়াদও বেড়েছে। উল্টোদিকে করোনা আর একাকিত্বের সাঁড়াশি আক্রমণে নাজেহাল জীবন। কেমন হয়, যদি আপনার বাড়ি চলে আসেন স্বয়ং রাস্কিন বন্ড! তাঁর ঝুলি থেকে বের করবেন অসামান্য সব গল্প। কখনও নিজের কথা, কখনও চারিপাশের কথা ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে যাবে গল্প। একেবারে বাড়িতে না আসলেও, তাঁর সেই গল্পের অংশীদার হতে পারেন আপনিও।

সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও-তে শুরু হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। নাম ‘বন্ডিং ওভার দ্য রেডিও’। এই অনুষ্ঠানেই নিজের লেখা ছোটো ছোট গল্প পাঠ করে শোনাচ্ছেন স্বয়ং রাস্কিন বন্ড! লেখক নিজে যদিও রয়েছেন মুসৌরির বাড়িতে। সেখানেই টেলিফোনে রেকর্ড করে শোনানো হচ্ছে এই গল্পগুলো। এই লকডাউনে সবাই মোটামুটি ঘরে। কাজ, আর তার সঙ্গে এই বন্দিত্ব মিলিয়ে একরকম অসহায় তাঁরা। সেখান থেকে খানিক মুক্তি দিতেই এই আয়োজন করল অল ইন্ডিয়া রেডিও ও প্রসার ভারতী।

১ মে থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। আপাতত আগামী ১৫ দিন ধরে চলবে এই বিশেষ শো। প্রতিদিন ৭টা বেজে ১০ মিনিট থেকে পরবর্তী তিন ঘণ্টা রাস্কিন বন্ড আপনার ড্রয়িংরুমে বসে গল্প শোনাবেন। অল ইন্ডিয়া রেডিও’র মূল তিনটে স্টেশন তো বটেই, অন্যান্য আঞ্চলিক জায়গাতেও শোনানো হবে এটি। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মেও আপলোড করা হবে এপিসোডগুলো। লকডাউনের দিনগুলো তাই, বন্ডের সঙ্গে একাত্ম হয়ে কাটানোর পরিকল্পনা করে ফেলুন!