ফুটপাতই আর্টগ্যালারি, কলকাতা তিলোত্তমার নতুন সাজ

ফুটপাতের ধারে সার দিয়ে রাখা ছবি। একটা নয়, অনেকগুলো। কখনও ফুটে উঠছে নিজের জীবনের ব্যর্থতার কথা, কখনও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে গর্জে ওঠা লোকটার চিন্তা, কখনও চিরন্তন বাংলার ছোঁয়া। সব সেই ফুটপাতে। ক্রিসমাসের মরসুমে এমনই অভিনব শিল্প প্রদর্শনী দেখল শহর কলকাতা।

এই সম্পূর্ণ প্রদর্শনীটির মূল উদ্যোগ ছিল ছবিওয়ালা বলে একটি সংগঠনের। দুদিন ধরে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের উল্টোদিকের ফুটপাতে আয়োজন করা হল এই অভিনব অনুষ্ঠান। বিদেশের আর্টিস্ট স্কোয়ারের মতো শিল্পীদের একটা ‘ওপেন ফোরাম’ বলেই একে মনে করে এসেছেন উদ্যোক্তারা। তাঁদের বক্তব্য, যারা আর্ট গ্যালারির ঝকঝকে জায়গায় যেতে পছন্দ করেন না, যান না, তাঁদের কাছে ছবিকে পৌঁছে দেওয়ার জন্যই এই আয়োজন।

প্রথম বছরের প্রদর্শনে ছিল চিন্ময় মুখোপাধ্যায়, তৌসিফ হক, পারিজাত বন্দ্যোপাধ্যায়, সৌরভ মিত্র, অনুপ মিদ্যা প্রমুখ তরুণ চিত্রশিল্পীর কাজ। এবারের বিষয় ছিল ‘দেশের সামগ্রিক পরিস্থিতি ও মানুষ’। পরবর্তীকালে জেলাতেও এইরকম প্রদর্শনী করার ভাবনায় উদ্যোক্তা থেকে শিল্পী সবাই। গণ্ডি আরও বাড়ানোর ভাবনায় তাঁরা।