সঙ্গীতের ‘অণুপ্রেরণা’য় কাকা, তাঁর কঙ্কাল দিয়েই গিটার বানালেন মার্কিন যুবক!

গত সেপ্টেম্বর মাসের কথা। যুক্তরাজ্যে একটি প্রত্নতাত্ত্বিক গবেষণায় চাঞ্চল্য তথ্য প্রকাশ্যে এনেছিলেন ঐতিহাসিকরা। আজ থেকে আড়াই হাজার বছর আগে ব্রোঞ্জ যুগে প্রিয়জনদের হাড় দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করত মানুষ। বলাই বাহুল্য, আজকের সময়ে দাঁড়িয়ে তা যথেষ্ট অবাক করেছিল মানুষকে। কিন্তু কথায় রয়েছে ইতিহাসের পুনরাবৃত্তি হয় নিজের ছন্দে। হলও তেমন। সম্প্রতি মার্কিন প্রদেশের এক ব্যক্তি নিজের কাকার কঙ্কাল দিয়েই তৈরি করে ফেললেন আস্ত ইলেকট্রিক গিটার।

সাম্প্রতিক অতীতে এই ধরণের ঘটনা এই প্রথম। এই অদ্ভুত গিটারের ‘কারিগর’ ফ্লোরিডার বাসিন্দা ‘প্রিন্স মিডনাইট’ স্বয়ং একজন গিটারবাদক। মূলত ডেথ মেটাল এবং ব্ল্যাক মেটার জঁরের সঙ্গীতচর্চা করে থাকেন তিনি। তবে তাঁর এই মেটাল সঙ্গীতের পথে হাটা শুরু হয়েছিল কাকা ফিলিপের হাত ধরেই। তিনিও ছিলেন মেটার সঙ্গীতের ভক্ত। এমনকি গিটার বাজিয়েছেন বেশ কিছু গিগে। 

দু’ দশক আগের ঘটনা। জন্মভূমি গ্রিসে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান ফিলিপ। তাঁর দেহ ফ্লোরিডাতে আনা হলেও সমাধিস্থ করা হয়নি। তাঁর মৃত্যুপূর্বের ইচ্ছা অনুযায়ীই তাঁর দেহ দান করা হয় ফ্লোরিডার একটি মেডিক্যাল কলেজে। সেখানেই তাঁর দেহের অস্থি-কঙ্কাল প্রায় দু’দশক ধরে ব্যবহার করে এসেছেন চিকিৎসাবিজ্ঞানের ছাত্রছাত্রীরা। তবে কিছুদিন আগে কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করে ‘প্রিন্স মিডনাইট’-এর সঙ্গে। ফিরিয়ে দেয় তাঁর কাকার দেহাবশেষ।

সেই কঙ্কাল নতুন করে সমাধিস্থ না করার সিদ্ধান্ত নেন প্রিন্স। বরং পরিকল্পনা করেন কাকাকে শ্রদ্ধা জানিয়েই তাঁর দেহাবশেষ দিয়ে তৈরি করবেন বাদ্যযন্ত্র। যেমন ভাবনা, তেমনই কাজ। শুরু হয় পরিকল্পনা বাস্তবায়নের কর্মসূচি। কিনে আনেন পিক-আপ, ভলিউম নব, ফ্রেটবোর্ড, ইলেকট্রনিক সার্কিট এবং স্ট্রিং। আর গিটারের কাঠের চেহারার স্থানে জায়গা করে নেয় মৃত কাকার পাঁজর, মেরুদণ্ড এবং কোমরের হাড়। 

প্রিন্সের বিশ্বাস এই গিটারের মধ্যে দিয়েই অনন্তকাল জীবিত থাকবেন তাঁর হেভি মেটাল-প্রেমী পিতৃব্য। প্রতিদিন নিয়মিত এই গিটারেই সঙ্গীতচর্চা করছেন বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাকাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন গিটারবাদনের একটি ভিডিয়োও। তাঁর এই অভিনব উদ্যোগ রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে। 

ডেথ মেটাল সঙ্গীতের বিষয়বস্তু হিসাবে প্রধানত উঠে আসে মৃত্যুর প্রসঙ্গ, মর্বিডিটি, হিংস্রতা, ক্রূর বাস্তব, শয়তানের উপাসনা, পরলৌকিক জগত কিংবা নরকের ছবি। তার সঙ্গে যেন হুবহু মিলে যায় প্রিন্সের এই উদ্যোগ। সেদিক দিয়ে দেখতে গেলে, এই গিটার যেন আক্ষরিক অর্থেই ‘ডেথ মেটাল’-এর বাদ্যযন্ত্র…

আরও পড়ুন
পৃথিবীর ‘একমাত্র’ বাদ্যযন্ত্রী পাখি, বসবাস ভারত মহাসাগরের দক্ষিণে

Powered by Froala Editor

More From Author See More