ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, আমফানের পর নতুন দুর্যোগে জাগছে শঙ্কা

গোটা দক্ষিণবঙ্গে আমফানের দগদগে ক্ষত প্রকট হচ্ছে ক্রমশ। তারই মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া দপ্তর। গত বুধবার আমফানের তাণ্ডবে ধ্বংসের চেহারা নেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। তার রেশ কাটতে না কাটতেই অতি বৃষ্টির ভ্রূকুটি।

বাংলাদেশে উড়ে যাওয়া সুপার সাইক্লোনটি শক্তিক্ষয় করে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ক্রমশ দুর্বল হয়ে যাওয়া আমফান নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি আগামী ১২ ঘণ্টায় আরো খানিক উত্তর ও উত্তর-পূর্বে সরবে। এর জেরে দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

কোথাও কোথাও আজ বিকেল থেকেও বৃষ্টির সম্ভাবনা আছে। গত ২৪ ঘণ্টায় যদিও কোনো জায়গায় বৃষ্টি হয়নি।এক ভয়ঙ্কর ঝড়ের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারেনি গোটা রাজ্য। রাজ্যের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ পরিষেবার বাইরে, কোথাও কোথাও হাঁটুজল। পানীয়জল, খাবারের হাহাকার। সুন্দরবন ও দক্ষিণ ২৪ পরগনার একটা বিশাল অঞ্চল এখনও যোগাযোগ সীমার বাইরে। তার উপর এই পূর্বাভাস কী ডেকে আনবে, তা নিয়ে প্রমাদ গুনছেন অনেকেই।