স্বাধীনতার ৪৮ বছর পর পাকিস্তানের নাম মুছল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের পর কেটে গেছে ৪৮ বছর। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর, বাংলাদেশ সীমান্তে যে-সমস্ত সীমান্ত স্তম্ভ স্থাপন করা হয়েছিল তা থেকে সম্প্রতি পাকিস্তানের নাম মুছে দিল বাংলাদেশ সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিজস্ব তহবিল থেকে কাজ সম্পূর্ণ করেছে। ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর, প্রায় ৮০০০ সীমান্ত স্তম্ভ স্থাপন করা হয় ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সাতক্ষীরা, যশোর, কুষ্ঠিয়া, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মনবেরিয়া, চিটাগং অঞ্চলে। এখন থেকে সেই সীমান্ত স্তম্ভ গুলিতে পাকিস্তান/পাক-এর পরিবর্তে নাম থাকবে বাংলাদেশ/বিডি।